Friday, August 22, 2025

ব্রিটেনের প্রয়াত প্রাক্তন যুবরানি ডায়ানার একটি বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডায়ানার দুই পুত্র প্রিন্স উইলিয়াম এবং হ্যারি।

জানা গিয়েছে, ব্রিটিশ সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে তদন্ত কমিটির প্রধান নিযুক্ত করে এই তদন্ত হবে। অভিযোগ অনুযায়ী সত্যিই প্রিন্সেস ডায়ানার কাছে প্রকৃত তথ্য গোপন করে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে তদন্ত করা হবে। উল্লেখ্য, ডায়ানার এই খোলামেলা সাক্ষাৎকারের পরই ব্যাপক অস্বস্তিতে পড়ে ব্রিটিশ রাজ পরিবার। এই সাক্ষাৎকার রাজ পরিবারের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছিল বলে অনেকের মত। তদন্তের কথা ঘোষণা হওয়ার পরেই ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম জানিয়েছেন, তিনি এই সিদ্ধান্তে খুশি। রাজপরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে তদন্তের নিয়মিত খবরাখবর রাখছেন উইলিয়াম।

আরও পড়ুন:জোট মোটেই কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করেনি, স্পষ্ট জানালেন অধীর

প্রসঙ্গত, বিবিসির মার্টিন বশিরের সঙ্গে ডায়ানার বিতর্কিত সাক্ষাৎকারটি প্রায় ২ কোটি দর্শক দেখেছিলেন। বিবাহ, পরিবার, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খোলামেলা এই সাক্ষাৎকার সেই সময় প্রবল বিতর্ক তৈরি করে। এই সাক্ষাৎকারেই ডায়ানা প্রিন্স চার্লসের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেছিলেন। সাক্ষাৎকার নিয়েছিলেন যিনি, সেই বশিরের পক্ষ থেকে তদন্তের বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তিনি সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল। তদন্ত শেষ হলেই তার রিপোর্ট জনসমক্ষে তুলে ধরা হবে বলে বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version