Tuesday, November 11, 2025

কারও হাতে জলের পাত্র। কেউ হাতে নিয়েছেন ডালা। কারও মুঠোয় গুচ্ছ ফুল। কারও পরনে বাসন্তী-রঙা শাড়ি। কেউ পরেছেন লালপেড়ে। কারও বা আটপৌড়ে বসন।

দশকের পর দশক ধরে জগদ্ধাত্রীর বিজয়ার লগ্নে এমন অসম্ভব মুহূর্ত তৈরি হয়। তেঁতুলতলা ও গঞ্জ বাজার- ভদ্রেশ্বরের দু’টি প্রাচীন পুজোয় পুরুষরা নারীর বেশে বরণ করেন প্রতিমাকে। রীতি মেনে সাতবার প্রতিমাকে প্রদক্ষিণ করা হয়। বিজোড় সংখ্যায় থাকেন পুরুষরা। তাঁদের আচার-আচরণ হয় নারীসুলভ। কোমর দুলতে থাকে, চপল চরণে ললিত ছন্দ। ভিড় যখন ভেঙে পড়ে, তখন সিঁড়ি বেয়ে উঠে দেবীর আরও কাছে পৌঁছে যান তাঁরা। মুখে সন্দেশ গুঁজে দেন। একে একে সকলে বরণ করেন জগদ্ধাত্রীকে।

এবছরের মতো দেবী জগদ্ধাত্রীকে বিদায় জানাতে ভিড় মণ্ডপে মণ্ডপে। করোনা আবহে কড়া নজরদারির মধ্যে জগদ্ধাত্রীপুজো হয়েছে চন্দননগরে। হাইকোর্টের সমস্ত রীতি মেনেই হয়েছে পুজো। দর্শনার্থীরা মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে দেবীর দর্শনে এসেছিলেন। ২২৮ তম বছরে পদার্পন করেছে হুগলি জেলার ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজো। বিগত বছরগুলির মতোই এবছরও মঙ্গলবার দশমীর দিনে দেখা গেল পুরুষরা নারীর বেশে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করছেন। আসলে এই পুজোর মূল আকর্ষণ বাড়োয়ারির পুরুষেরা শাড়ি পরে বরণ করে। পূর্বের পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা পুজোতে অংশগ্রহন করতেনা। এই কারণে সেই প্রথা অনুযায়ী আজও এখানকার এই পুজোয় দশমীর দিন মাকে বিদায়ের বরণ পুরুষেরাই করেন।

আরও পড়ুন-কড়া নজরদারিতে চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version