Tuesday, August 26, 2025

অস্ট্রেলিয়ায় রোহিত-ইশান্তকে ছাড়াই প্রথম টেস্টে মাঠে নামবে কোহলিরা

Date:

অস্ট্রেলিয়ায় এবার নয়া সমস্যায় কোহলি ব্রিগেড । প্রথম টেস্ট শুরুর আগে রোহিত ও ইশান্ত শর্মার দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে । কারণ, আগামী তিন-চারদিনের মধ্যে অস্ট্রেলিয়াগামী বিমান ধরতে পারছেন না রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। যদিও এর আগে, টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন যে, আগামী চার-পাঁচদিনের মধ্যে রোহিত ও ইশান্ত যদি অস্ট্রেলিয়ায় না পৌঁছান, তাহলে তাঁদের টেস্ট সিরিজে দলের বাইরে চলে যেতে হতে পারে।
রোহিত ও ইশান্ত বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন এবং ফিটনেস বাড়ানোয় মগ্ন। চোটের কারণে সদ্যসমাপ্ত আইপিএলের কয়েক ম্যাচের পরই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ইশান্ত। অন্যদিকে, রোহিত হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আইপিএলে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি রোহিত।
রোহিত ও ইশান্তের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল কোভিডের জন্য অস্ট্রেলিয়ার কোয়ারেন্টাইনের কঠোর নিয়ম। অস্ট্রেলিয়ার পৌঁছনোর পর দুজনকেই য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনেে থাকতে হবে।
ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। এ জন্য আগামী তিন বা চারদিনের মধ্যে তাঁরা যদি অস্ট্রেলিয়ায় না পৌঁছান, তাহলে এই দুই ক্রিকেটার অন্তত প্রথম টেস্ট খেলতে পারবেন না।
আইপিএলে চোটের কারণে নির্বাচকরা রোহিতকে অস্ট্রেলিয়া সফরে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রোহিত প্লেঅফ ও ফাইনালে খেলার পর তাঁকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়। ইশান্তের অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডে যোগ দেওয়ার শর্ত ছিল, তাঁকে পুরোপুরি ফিট হতে হবে। সবমিলিয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই সমস্যায় টিম ইন্ডিয়া ।

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version