Thursday, August 21, 2025

কিশোর সাহা

দার্জিলিং থেকে কালিম্পঙে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রশাসনিক সূত্রের জানা গিয়েছে , বেলা ১২টা নাগাদ কালিম্পঙের সার্কিট হাউসে সস্ত্রীক পৌঁছান রাজ্যপাল। সেখানে গার্ড অব অনার দেওয়া হয় তাঁকে। মধ্যাহ্নভোজের পর কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি । বিকেলে কালিম্পঙের দূরপিন এলাকার বৌদ্ধ গুম্ফাতে যাবেন রাজ্যপাল। যদিও রাতে তাঁর কোনও পূর্বনির্দিষ্ট কর্মসূচি নেই।
তবে কালিম্পঙের একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা ও এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব রাজ্যপালকে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন ।
তবে কালিম্পঙের মোর্চা নেতাদের প্রতিনিধি কিংবা জন আন্দোলন পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের রাজ্যপালের সঙ্গে দেখা করার কর্মসূচি এখনও নেই। জন আন্দোলন পার্টির সভাপতি হরকাবাহাদুর ছেত্রী জানান, তাঁরা রাজ্যপালের দফতর থেকে কোনও আমন্ত্রণ পাননি। তিনি জানান, আমন্ত্রণ পেলে রীতি মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, রাজ্যপালের দফতর থেকে সরকারিভাবে আমন্ত্রণ না পেলে তাঁরা যাওয়ার কথা আপাতত ভাবছেন না।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামীকাল বুধবার রাজ্যপাল প্রাতঃরাশের পরে যাবেন ক্যাকটাস গার্ডেন দেখতে। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে বেলা সাড়ে ১২টায় সার্কিট হাউসে ফিরবেন। তখন তাঁর প্রেস কনফারেন্স করার কথা। সাংবাদিক বৈঠকের পরে তিনি মধ্যাহ্নভোজের পর বিকেলে দার্জিলিঙের উদ্দেশে রওনা হবেন। বিকেল ৫টায় তাঁর দার্জিলিঙের রাজভবনে ফেরার কথা।
বিশ্বস্ত সূত্রে খবর, রাজ্যপাল দার্জিলিং পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি, নানা সমস্যা, সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন শুনতে চাইছেন। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং পন্থী কয়েকজন নেতা মনে করছেন , সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার সময়েই প্রকারান্তরে কেন্দ্রের বিজেপি সরকারের নানা প্রশংসা করতে পারেন রাজ্যপাল। অবশ্য রাজ্যপাল উত্তরবঙ্গ সফরের শুরুর দিন থেকেই প্রেস কনফারেন্স করছেন। এনজেপি স্টেশনে পৌঁছেই প্রধামন্ত্রীর ঢালাও প্রশংসা দিয়ে সফর শুরু করেছিলেন রাজ্যপাল। শিলিগুড়ি ও দার্জিলিঙে একাধিক প্রেস কনফারেন্স করেছেন তিনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version