Monday, May 5, 2025

৩০-৩৫ শতাংশ সিলেবাস কমছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

কোভিডের জেরে কমতে চলেছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাসে। ২০২১-এর পরীক্ষা থেকেই সিলেবাসে কাটছাঁট হবে। আজ সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন,’৩০-à§©à§« শতাংশ সিলেবাস কমছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে।’ এছাড়াও আপাতত বন্ধই থাকছে স্কুল। করোনা পরিস্থিতিতে কবে থেকে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়? উপাচার্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত’ জানালেন শিক্ষামন্ত্রী।

এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শিক্ষা সংগঠনের কাছ থেকে বারবার অনুরোধ পাচ্ছিলাম। এই করোনা পরিস্থিতিতে এটা সত্যি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নিয়মিত ক্লাস করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও সরকার শিক্ষা দফতরের উদ্যোগে যতটা সম্ভব ছাত্রদেরকে কখনও অনলাইনে, কখনও দূরাভাষে,কখনও টেলিভিশনে, কখনও বাংলার পোর্টালে সাহায্য করেছেন। যাতে পাঠদানটা তাদের কাছে পৌঁছয়। অভীক মজুমদার এর নেতৃত্বে এক্সপার্ট কমিটি এবং শিক্ষাবিদরা মধ্যশিক্ষা পর্ষদের প্রধান উচ্চশিক্ষা পর্ষদের প্রধান তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সুপারিশ মেনে।”

এরপর শিক্ষামন্ত্রী আরও বলেন,”এক্সপার্ট কমিটি যে সুপারিশ দিয়েছে পাঠ্যসূচি নিয়ে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ২০২১-এ সেখানে আমরা মনে করি যে কোভিড পরিস্থিতিতে মোকাবিলা করার ক্ষেত্রে ছাত্রদের ছাত্রীদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের পাঠ্যসূচিতে তাদের যে সুপারিশ, সেই সুপারিশ গ্রহণ করলাম। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা পর্ষদ এবছরের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ৩০-à§©à§« শতাংশ পাঠ্যসূচির কমিয়ে দেওয়ার যে প্রস্তাব তারা করেছেন সে প্রস্তাবকে আমরা গ্রহণ করলাম। এ বিষয়ে, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদ আলাদা আলাদা করে তাদের ওয়েবসাইটে বিষয়ভিত্তিক কোনটা কতটুকু কমল কোন বিষয় থাকলেও তা নির্ধারিত করবে আমাদের বলার পর। তারাই নোটিফিকেশন দেবে। বিজ্ঞপ্তি জারি করা হবে তাদের ওয়েবসাইটে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ২০২১-এ।”

আরও পড়ুন-জেলে বসে লড়াই করলেও ভোটে জিতব: চ্যালেঞ্জ ছুড়ে জানালেন মমতা

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version