Sunday, August 24, 2025

দক্ষিণ দিনাজপুরে বিজেপির বুথ সভাপতির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Date:

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পর এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে উদ্ধার হল বিজেপি নেতার দেহ। শুকদেবপুর রাস্তার ধারে পড়েছিল এই বিজেপি নেতার দেহ। নিহত বিজেপি নেতা স্বাধীন দাস (৫৫) কুশমণ্ডি বিধানসভার ১৬৬ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন। বিজেপির অভিযোগ, বুথ সভাপতিকে খুন করেছে তৃণমূল। তবে এই অভিযোগ খারিজ করেছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, কুশমণ্ডির শুকদেব গ্রাম পঞ্চায়েতের ১৬৬ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি স্বাধীন দাস বুধবার সকালে চাষের কাজ দেখতে মাঠে যান। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরও একজন। ভরদুপুরে ওই গ্রামেই তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশকর্মীরা এসে দেহ গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দলীয় কর্মীর মৃত্যুতে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বলেন, ‘আমাদের বুথ সভাপতি স্বাধীন দাসকে গলায় গামছার ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। গোটা ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের সদস্যরা। এর আগে যে ভাবে ত্রিলোচন মাহাতো বা দলের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছে। তবে আমি তৃণমূলকে বলতে চাই এভাবে ব্যক্তিহত্যা করে বিজেপিকে রোখা যাবে না।

এর জবাব দিয়েছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, ‘এই ঘটনায় ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় কোনও ভাবেই তৃণমূল যুক্ত নয়। অকারণে অভিযোগ করা একেবারেই উচিত নয়। ওই ব্যক্তি ব্যবসায়িক ছিলেন। সব্জির ব্যবসা করতেন। সেই সংক্রান্ত দেনাপাওনার জেরে খুন হয়ে থাকতে পারেন।’

দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত প্রাথমিক তদন্তে জানিয়েছেন, কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাটের হাসপাতালে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলেই বিষয় পরিষ্কার হবে।

আরও পড়ুন-মিডিয়ার ঘাড়ে বন্দুক রেখে জিটিএ অডিট নিয়ে টুইটে খোঁচা রাজ্যপালের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version