Thursday, August 28, 2025

বামেদের শ্রমিক, কৃষক ও গণসংগঠনের ডাকা সারা ভারত ধর্মঘটে সকালের দিকে মিশ্র সাড়া মিলেছে রাজ্যে। সাধারণ ধর্মঘটে সকাকের দিকে বেশ কিছু জায়গায় বিঘ্নিত রেল চলাচল। চলছে পথ অবরোধও। বনধ-এর সমর্থনে চলছে মিছিল।

যদিও কলকাতা-সহ বিভিন্ন জেলাতেই সকাল থেকে গণপরিবহণ মোটের উপর স্বাভাবিক বলেই জানা যাচ্ছে। রয়েছে যাত্রীদের ভিড়ও। বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে পথ অবরোধ শুরু হয়েছে। বাধা দেওয়া হচ্ছে রেল চলাচলেও। শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত হচ্ছে রেল চলাচলে। সুভাষগ্রাম স্টেশনে বেশ কিছুক্ষণ বনধ করা হয়। তবে এখন আবার স্বাভাবিক। শিয়ালদহ উত্তর শাখায় মধ্যমগ্রাম স্টেশনে ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ারও অভিযোগ উঠছে।

তবে মেট্রো এখনও স্বাভাবিক বলে জানা গিয়েছে। এছাড়া দমদম স্টেশনের কাছে, বারাসতের চাঁপাডালির মোড়, রুবির মোড়-সহ শহরের অনেক জায়গায় পথ অবরোধ শুরু হয়েছে। যাদবপুরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে সকাল থেকেই রাস্তায় নেমে মিছিল করছেন বনধ সমর্থকরা।

আরও পড়ুন:ধর্মঘটের মিশ্র প্রভাব হুগলিতে: রেল-পথ অবরোধ

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বন্ধ বেসরকারি বাস। ধর্মঘটীরা বিভিন্ন জায়গায় অবরোধে শামিল। তবে দোকানপাট, হাটবাজার খোলা। রাস্তায় যানবাহনের সংখ্যা বেশ কম। সকালেই ৪১নম্বর জাতীয় সড়কে নিমতৌড়ি সহ বিভিন্ন জায়গায় অবরোধ শুরু। উত্তরবঙ্গে জায়গায় জায়গায় শুরু হয়েছে পথ অবরোধ। ধর্মঘট পালনে কোচবিহারে একটি সরকারি বাস ভাঙচুর পর্যন্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version