Friday, November 7, 2025

কাজে এল না হার্দিক-ধাওয়ানদের লড়াই, অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার ভারতের

Date:

অস্ট্রেলিয়া:‌ ৫০ ওভারে ৩৭৪/‌৬
ভারত:‌ ৫০ ওভারে ৩০৮/‌৮
অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী।

দীর্ঘ আটমাস পর জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে হার হজম করতে হল ভারতকে। অস্ট্রেলিয়ার ৩৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আট উইকেটে ৩০৮ রানেই থেমে গেল ভারতের ইনিংস। হার্দিক-ধাওয়ানরা লড়াই করলেও শেষরক্ষা করতে পারেননি ৷ ৬৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৫ রান তোলে টিম অস্ট্রেলিয়া। সৌজন্যে স্মিথ-ওয়ার্নারের ডবল সেঞ্চুরি। রান তাড়া করতে নেমে শুরুটাও ভালই করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান জুটি। কিন্তু ২২ রানের মাথায় মায়াঙ্ককে আউট করেন হ্যাজেলউড। এরপর ২১ রান করে জাম্পার বলে আউট হন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এরপর দ্রুত ফিরে যান শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলও। মাত্র দু’‌রান করেই হ্যাজেলউডের শিকার হন শ্রেয়স। এবং পরে ১২ রান করে জাম্পার বলে আউট হন রাহুল। এরপর অবশ্য ধাওয়ানের সঙ্গে পার্টনারশিপে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন হার্দিক ৷ জাম্পার বলে ৭৪ রান করে ধাওয়ান আউট হতেই ফের চাপে পড়ে যায় ভারত ৷ ৭৬ বলে ৯০ রান করেন পান্ডিয়া ৷ মেরেছেন ৭টি চার এবং ২টি ছক্কা ৷ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা ৷ হ্যাজলউডের ঝুলিতে এদিন ৩টি উইকেট ৷

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল মহম্মদ শামি ৷ ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ বুমরাহ, সাইনি ও চাহালের ঝুলিতে ১টি করে উইকেট ৷

আরও পড়ুন- ‘ডিগ্রি-মামলা’য় আদালতে জয় অভিষেকের

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version