Tuesday, August 26, 2025

করোনাকালে সান্তা কি আসবে এবার? প্রধানমন্ত্রীকে চিঠি উদ্বিগ্ন বালকের

Date:

বিশ্বজুড়ে ভয়াবহভাবে বেড়েছে করোনার প্রকোপ। এর মাঝেই শুরু হয়েছে উৎসবের মরশুম। সামনেই বড়দিন। সান্তার আগমনের অপেক্ষায় এই দিনটিতে আনন্দে মেতে থাকে কচিকাচার দল। তাদের কপালে বেড়েছে চিন্তার ভাঁজ। মারণ করোনাভাইরাসের বাড়বাড়ন্তে এবার কি আদৌ আসছেন সাদা চুল, এক মুখ দাঁড়িওয়ালা সান্তা বুড়ো। এই উদ্বেগ থেকে সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি লিখলেন ৮ বছরের বালক মন্টি। প্রধানমন্ত্রীর কাছে তার প্রশ্ন, করোনা পরিস্থিতিতে এবার কি স্বাভাবিক থাকবে উৎসবের আবহ?

খাতার পাতা ছিঁড়ে ৮ বছরের মন্টি যে চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন সেখানে তার প্রশ্ন, এই বছর ফাদার ক্রিসমাস উপহার নিয়ে আসবেন কিনা? কাঁচা হাতে মন্টি লিখেছে, ‘আমার আট বছর বয়স। আপনি এবং সরকার আগামী বড়দিনে সান্টার আসা নিয়ে কী চিন্তাভাবনা করছেন?’ পাশাপাশি সরকারকে সতর্ক করে তার বক্তব্য, ‘ফাদার ক্রিসমাস যেন কুকিজের সঙ্গে এবার সকলকে হ্যান্ড স্যানিটাইজারও দেন। আমি জানি আপনি খুবই ব্যস্ত। কিন্তু আপনি এবং বিজ্ঞানীরা দয়া করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।’

ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পৌঁছানোর পরই পত্রপাঠ তার জবাব দিয়েছেন বরিস জনসন। ওই বালককে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘তোমার এই প্রশ্ন হাজার হাজার শিশুর মনে ঘুরছে। তাই আমি একটুও দেরি না-করে উত্তর মেরুতে ফোন করেছিলাম। ফাদার ক্রিসমাস আসছেন। সঙ্গে আনছেন রুডলফ এবং অন্য সব বল্গা হরিণ।’ একইসঙ্গে মন্টিকে আশ্বস্ত করে তিনি লিখেছেন, ‘চিফ মেডিকেল অফিসার বলেছেন তুমিও ফাদার ক্রিসমাসের নিয়ম মেনে চললে আর কোনও ভয় নেই।’

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version