Saturday, November 8, 2025

খরা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, জানালেন শক্তিকান্ত

Date:

বিশ্ব তথা দেশব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে ক্রমাগত পতনের দিকে গিয়েছে ভারতের অর্থনীতি। যদিও বিরোধীদের দাবি করোনা পরিস্থিতির অনেক আগে থেকে দেশের অর্থনীতির বেহাল দশা। তবে এবার সেই দুরবস্থা অবস্থা কাটিয়ে ভারতের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।

আরও পড়ুন : সংক্রমণের হার কমলেও বাড়ছে মৃত্যু, বাংলা নিয়ে আশঙ্কিত বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেনের বাণিজ্যিক সংগঠন ‘ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ (এফইডিএআই)-এর বার্ষিক সভার উপস্থিত হয়েছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। সেখানে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে আশার কথা শোনালেন তিনি। তার দাবি ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির ব্যাপক পতনের পর বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপ শুরু হতেই ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি।

তবে আশার পাশাপাশি এক আশঙ্কার কথা শোনান রিজার্ভ ব্যাংকের গভর্নর। সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। তাঁর কথায়, দেশের অর্থনৈতিক উন্নতি শুরু হয়েছে ঠিকই কিন্তু সাম্প্রতিককালে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় ফের বাণিজ্যে ভাটা পড়তে পারে। তবে আমাদের খেয়াল রাখতে হবে এই বাজারে যেন চাহিদা বজায় থাকে। টিকা আসার পরও যাতে অর্থনীতি চাঙ্গা থাকে সে বিষয়টিও নজরে রাখতে হবে আমাদের।

আরও পড়ুন : রাজধানীর সীমানায় কৃষক বিক্ষোভে অশান্তি

প্রসঙ্গত, উৎসবের মরশুম শুরু হওয়ার পর দেশের অর্থনীতি একটু একটু করে গতি পাচ্ছিল। বিভিন্ন ক্ষেত্রে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি স্মার্টফোন বৈদ্যুতিক সরঞ্জাম কেনা শুরু করে। যা দেশের অর্থনীতিকে সামান্য হলেও অক্সিজেন জুগিয়ে যাচ্ছিল। তবে উৎসব মরশুমের পরে দেশে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বৃদ্ধির রাস্তায় ফেরানো রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version