Monday, August 25, 2025

খরা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, জানালেন শক্তিকান্ত

Date:

বিশ্ব তথা দেশব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে ক্রমাগত পতনের দিকে গিয়েছে ভারতের অর্থনীতি। যদিও বিরোধীদের দাবি করোনা পরিস্থিতির অনেক আগে থেকে দেশের অর্থনীতির বেহাল দশা। তবে এবার সেই দুরবস্থা অবস্থা কাটিয়ে ভারতের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।

আরও পড়ুন : সংক্রমণের হার কমলেও বাড়ছে মৃত্যু, বাংলা নিয়ে আশঙ্কিত বিশেষজ্ঞরা

বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেনের বাণিজ্যিক সংগঠন ‘ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ (এফইডিএআই)-এর বার্ষিক সভার উপস্থিত হয়েছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। সেখানে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে আশার কথা শোনালেন তিনি। তার দাবি ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির ব্যাপক পতনের পর বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপ শুরু হতেই ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি।

তবে আশার পাশাপাশি এক আশঙ্কার কথা শোনান রিজার্ভ ব্যাংকের গভর্নর। সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। তাঁর কথায়, দেশের অর্থনৈতিক উন্নতি শুরু হয়েছে ঠিকই কিন্তু সাম্প্রতিককালে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় ফের বাণিজ্যে ভাটা পড়তে পারে। তবে আমাদের খেয়াল রাখতে হবে এই বাজারে যেন চাহিদা বজায় থাকে। টিকা আসার পরও যাতে অর্থনীতি চাঙ্গা থাকে সে বিষয়টিও নজরে রাখতে হবে আমাদের।

আরও পড়ুন : রাজধানীর সীমানায় কৃষক বিক্ষোভে অশান্তি

প্রসঙ্গত, উৎসবের মরশুম শুরু হওয়ার পর দেশের অর্থনীতি একটু একটু করে গতি পাচ্ছিল। বিভিন্ন ক্ষেত্রে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি স্মার্টফোন বৈদ্যুতিক সরঞ্জাম কেনা শুরু করে। যা দেশের অর্থনীতিকে সামান্য হলেও অক্সিজেন জুগিয়ে যাচ্ছিল। তবে উৎসব মরশুমের পরে দেশে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বৃদ্ধির রাস্তায় ফেরানো রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version