রাতের কলকাতায় বেপরোয়া বাইক রেস। গুরুতর আহত উবের বাইকের চালক। বাইক চালকের নাম সৌরভ বেরা। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত দুটো নাগাদ।

উবের বাইকে করে বাড়ি ফিরছিলেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। হঠাৎই নারকেলডাঙ্গা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় চারটে বাইক তাদের দিকে আসে। সেই বাইক চালক এবং আরোহীদের কারো হেলমেট ছিল না। হঠাৎই তাদের মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারায়। এরপর ওই বাইকের সঙ্গে উবের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই আহত হন উবের বাইক চালক। ওই চার বাইকের চালক এবং আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর কলকাতা পুলিশ এলে উবের বাইক চালককে নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, উবের বাইক চালকের মালাইচাকি ভেঙে গিয়েছে। সময় মত অপারেশন না হলে পা বাদ দিতে হতে পারে।

উবের বাইকের আরোহী চালকের বাড়িতে খবর দিলে বাড়ির সদস্যরা হাসপাতালে পৌঁছন।

আরও পড়ুন-ব্রেকফাস্ট স্পোর্টস
