Monday, August 25, 2025

বিশ্বাসঘাতক! শুভেন্দুর নাম না করে সাতগাছিয়ার সভায় তুলোধনা করলেন অভিষেক

Date:

শুধু নামটাই করেননি। বাকি আক্রমণ ছিল সরাসরি আর চাঁচাছোলা ভাষায়। সাতগাছিয়ার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে কার্যত ধুইয়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ যদি মা অর্থাৎ দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে বুক পেতে দিয়ে তা রুখব, প্রতিরোধ করব, চোখে চোখ রেখে পাল্টা জবাব দেব, লড়াই হবে। অর্থাৎ মঞ্চ থেকেই অভিষেক বুঝিয়ে দিয়েছেন, নন্দীগ্রামের বিধায়ক আসলে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করছেন।

এতদিন সভায় থেকে সভায় শুধু শুভেন্দু অধিকারী বলছিলেন। দল থেকে সেভাবে প্রতিরোধের যুক্তি, পাল্টা যুক্তি দেওয়া হচ্ছিল না। অভিষেক রবিবার সেই দরজা খুলে দিলেন। একটার পর একটা বিষয় তুলে জবাব দিয়েছেন। মানুষের কাছে সমস্বরে উত্তর চেয়েছেন। কী বললেন?

এটা তৃণমূল কংগ্রেস। এখানে কেউ লিফটে করে ওঠেনি, প্যারাশুটে করে নামেননি। বলেই মঞ্চে বসে থাকা দলীয় নেতৃত্ব অশোক দেব থেকে সোনালী গুহকে দেখিয়ে বলেন, এরা কেউ লিফটে করে ওঠেননি, প্যারাশুটে করে নামেনি। যদি তাই হতো তাহলে এরা কেউ একটা পদ পেতেন না, বহু পদ পেতেন। কেউ কেউ অনেক কথা বলছেন, অনেক পদ আঁকড়ে ধরে রেখে।

এরপর নিজের প্রসঙ্গ উত্থাপন করে শুভেন্দুকে সরাসরি আক্রমণ। বললেন, যদি আমি প্যারাশুটে করে নামতাম তাহলে দক্ষিণ কলকাতায় প্রার্থী হতাম। আমাকে দল ডায়মন্ডহারবারে লড়তে পাঠিয়েছিল। কারণ, তার আগে সেখানকার সাংসদ দল ছেড়ে চলে গিয়েছিলেন। দল আর মানুষের ক্ষোভ ছিল। তবু দল আমাকে লড়তে পাঠিয়েছিল। আর সেই সিট আমি জিতে এসেছি। আমি প্যারাশুটে করে নামিনি। এরপর সভায় আসা অগণিত মানুষের দিকে তাকিয়ে বলেন, আপনারা কেউ লিফটে উঠেছেন, না প্যারাশুটে নেমেছেন? আপনারা আছেন বলেই দলের নেতারা নেতা হয়।

দলের প্রতি বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ উত্থাপন করে সভায় আসা অসংখ্য মানুষকে মঞ্চ থেকে অভিষেকের জিজ্ঞাসা, আজ যদি কোনও ব্যক্তি, ব্যক্তিগত স্বার্থে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য দলের সঙ্গে হাত মেলান, তাহলে তাকে কী ছেড়ে দেবেন? পাল্টা জনতার উত্তর, না ছাড়ব না। এবার আরও আক্রমণাত্মক অভিষেক। বলেন, হাত তুলে বলুন। ওঠে হাত। এবার চিত্র সাংবাদিকদের দিকে তাকিয়ে অনুরোধ, এই হাতগুলো দেখাবেন। উত্তর মানুষই দেবেন।

শুভেন্দু অধিকারীকে জবাব দেওয়ার কাজটা শুরু করলেন অভিষেক। এর পরের আক্রমণ যে আরও তীব্র হবে, তার ইঙ্গিত দিয়ে রাখলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর সরকারি নিরাপত্তা প্রত্যাহার করছে না রাজ্য

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version