Friday, November 7, 2025

“দিদি আসছে চলো ভাই”, মমতার সভার আগে মেদিনীপুরে এককাট্টা তৃণমূল

Date:

সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে ফের তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মেদিনীপুর। একুশের নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুই শিবির। এবার দলীয় কর্মসূচিতে ঝাঁজ বাড়াতে খোদ মাঠে নামছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্যে মা-মাটি-মানুষের সরকার গড়তে অল-আউট ঝাঁপাচ্ছেন তিনি। এবং তারই অঙ্গ হিসেবে ফের মেদিনীপুরকে সামনে আনলেন মমতা। রাজ্যে যখনই কোনও রাজনৈতিক “সঙ্কট” তৈরি হয়েছে, তখনই উঠে এসেছে মেদিনীপুরের নাম। মেদিনীপুরের ভূমিকা তাই বাংলার রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে বিশাল রাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

ইতিমধ্যেই জেলা নেতৃত্ব সমাবেশের তোড়জোড় শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশকে সামনে রেখে এখন থেকেই মেদিনীপুরের স্লোগান, “আর কোনও কথা নাই, দিদি আসছে চলো ভাই”। এই স্লোগানকে সামনে রেখে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার থেকে থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে প্রচার অভিযান। তার আগে আজ, রবিবার খড়গপুরে প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন দলের সমস্ত বিধায়ক ও শীর্ষ নেতারা।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, তৃণমূলের জমানায় রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করেই প্রচার চালানো হবে। এই জনসভায় হাজির থাকবেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল বিধায়করা ও শীর্ষনেতারা। জননেত্রী আসার খবরে ইতিমধ্যেই দলীয় সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ উন্মাদনা তৈরি হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের আরও দাবি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। জেলায় তৃণমূল কংগ্রেস পরিবার এককাট্টা। এবারের সমাবেশ জেলায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই বিশ্বাস করেন তাঁরা।

আরও পড়ুন- বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন গাভাস্কার

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version