Thursday, August 28, 2025

“দিদি আসছে চলো ভাই”, মমতার সভার আগে মেদিনীপুরে এককাট্টা তৃণমূল

Date:

সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে ফের তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মেদিনীপুর। একুশের নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুই শিবির। এবার দলীয় কর্মসূচিতে ঝাঁজ বাড়াতে খোদ মাঠে নামছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্যে মা-মাটি-মানুষের সরকার গড়তে অল-আউট ঝাঁপাচ্ছেন তিনি। এবং তারই অঙ্গ হিসেবে ফের মেদিনীপুরকে সামনে আনলেন মমতা। রাজ্যে যখনই কোনও রাজনৈতিক “সঙ্কট” তৈরি হয়েছে, তখনই উঠে এসেছে মেদিনীপুরের নাম। মেদিনীপুরের ভূমিকা তাই বাংলার রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে বিশাল রাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

ইতিমধ্যেই জেলা নেতৃত্ব সমাবেশের তোড়জোড় শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশকে সামনে রেখে এখন থেকেই মেদিনীপুরের স্লোগান, “আর কোনও কথা নাই, দিদি আসছে চলো ভাই”। এই স্লোগানকে সামনে রেখে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার থেকে থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে প্রচার অভিযান। তার আগে আজ, রবিবার খড়গপুরে প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন দলের সমস্ত বিধায়ক ও শীর্ষ নেতারা।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, তৃণমূলের জমানায় রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করেই প্রচার চালানো হবে। এই জনসভায় হাজির থাকবেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল বিধায়করা ও শীর্ষনেতারা। জননেত্রী আসার খবরে ইতিমধ্যেই দলীয় সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ উন্মাদনা তৈরি হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের আরও দাবি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। জেলায় তৃণমূল কংগ্রেস পরিবার এককাট্টা। এবারের সমাবেশ জেলায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই বিশ্বাস করেন তাঁরা।

আরও পড়ুন- বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন গাভাস্কার

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version