Sunday, November 9, 2025

এবার অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েইসি

Date:

তাঁর দলের গায়ে ইতিমধ্যেই লেগেছে ‘বিজেপির বি-টিম’-এর ছাপ৷ বাদ যাননি তিনিও৷ দেশের রাজনীতিতে বিজেপির ‘বন্ধু’ বলেই পরিচিত আসাদউদ্দিন ওয়েইসি।

বিহার ভোটে সাফল্যের পর এই লেবেল গা থেকে তুলে ফেলতে মরিয়া AIMIM প্রধান ওয়েইসি। রবিবার তিনি কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপির ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথকে৷ আর সোমবার ওয়েইসি সরাসরি আক্রমণ করলেন অমিত শাহকে৷

এদিন বিজেপি তথা শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ওয়েইসির দাবি করেছেন, “কিছুদিন আগে হায়দরাবাদে বন্যার সময় বিজেপি মানুষের সহায়তার কোনও চেষ্টাই করেনি। বরং তারা ওই দুর্যোগের সময় অন্যদিকে তাকিয়ে ছিল”৷
কিছুদিন আগে, হায়দরাবাদে বন্যার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিপর্যয়ের সময় আসাদউদ্দিন ও তাঁর দলের খোঁজ পাওয়া যায়নি। এদিন সেই দাবির পাল্টা দিয়েছেন ওয়েইসি। তিনি বলেছেন, ”আমি ও আমার দল সেই দুর্যোগের সময় সাড়ে ৩ কোটি টাকার ত্রাণ বিলিয়েছি। বরং ওরাই মুখ ফিরিয়ে ছিল। অমিত শাহ কিছু না জেনেই এসব বলেছেন৷”

AIMIM- নেতা এদিন বলেছেন, ”আমি তো একাই লায়লা। দেশজুড়ে আমার হাজার হাজার মজনু রয়েছে। দেশের সব পার্টিই কম-বেশি আমাকে এবং আমার দলকে সামনে রেখে ফায়দা তুলতে চায়। বিহার নির্বাচনের সময় কংগ্রেস আমার নাম ধরে বলেছে, আমি নাকি বিজেপির বি -টিম। ভোট কেটেছি। এদিকে হায়দরাবাদে আবার সেই কংগ্রেসই বলছে, হয় ওয়েইসির দলকে, নয়তো আমাদের ভোট দিন। বিজেপি আবার আমাকে নিয়ে অন্য কথা বলে চলেছে। কিন্তু এসবে যে আমার কিছু যায় আসে না, তা ওরা বুঝতেই পারছেনা।”
ওয়েইসির বক্তব্য, ”হায়দরাবাদের জনতা এ সবই দেখেছেন এবং বুঝেছেন। আমাকে মাঝে রেখে সব দলই ফায়দা নিতে চাইছে। সেটাও মানুষ বুঝতে পারছে৷ হায়দরাবাদের ভাল-মন্দে একমাত্র আমিই যে পাশে থাকবো, তাও মানুষ জানেন।”

এদিন ওয়েইসি আরও বলেছেন, ”হায়দরাবাদের মানুষকে বোকা বানিয়েছে অমিত শাহ ও তার পার্টি। কর্ণাটকে বন্যার সময় টাকা বিলিয়েছে সরকার। হায়দরাবাদে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবার ৮০ হাজার থেকে এক লাখ টাকা পেত। কিন্তু বিজেপি এক টাকাও দেয়নি। কেন্দ্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি। আমরা সেই সময় রোজ এক কোমর জলে নেমে মানুষকে রক্ষা করেছি। হিন্দু-মুসলমান বিচার করিনি।”

আরও পড়ুন-গুণ্ডা! অভিষেক-দিলীপ দ্বৈরথ আদালতের পথেই এগোচ্ছে

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version