Sunday, November 9, 2025

বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন দম্পতি

Date:

নিজের বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর নিবাসী কৃষ্ণগোপাল চক্রবর্তী ও তার স্ত্রী তিথি চক্রবর্তী। নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে এগরা ব্লাড ব্যাঙ্ক এবং মেদিনীপুর জেলা ভোলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেন তিনি। শুধু তাই নয় মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল বাবুর তরফে বৃক্ষরোপন কর্মসূচি ও রক্তদাতাদের স্মারক হিসেবে মৌসম্বি ফল ও রক্তচন্দনের চারাগাছ প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

জানা গিয়েছে এই কর্মসূচিতে প্রায় ৫০ জন মানুষ রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে মহিলারাও সংখ্যাগরিষ্ঠভাবে এগিয়ে আসেন। এই অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় নির্মলচন্দ্র মাইতি মহাশয়ের প্রতি পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ। গত বছরেও কৃষ্ণগোপাল ও তিথির বিবাহ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিলো রক্তদান শিবির, থ্যালেসিমিয়া সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। দেশজুড়ে মারণ করোনাভাইরাস ভয়াবহ পরিস্থিতির মাঝেই এদিন গোপাল কৃষ্ণ বাবুর চতুর্থ বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে মেদিনীপুর ছাত্র সমাজ।

আরও পড়ুন:গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে কল্যাণ? লকেটের মন্তব্যের পাল্টা ‘ভাল অভিনেত্রী’ কটাক্ষ

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য্য, নারায়ণগড় ব্লাড ডোনার্স ফোরামের জগদীশ মাইতি, শিক্ষক শান্তনু অধিকারী, ভাস্করব্রত পতি, অসীম প্রধান, বিষ্ণুপদ দাস, মেদিনীপুর ছাত্রসমাজের সম্পাদক রাজকুমার বেরা, সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সহ সম্পাদক অনিমেশ প্রামানিক প্রমুখেরা। কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, “প্রতিটি পারিবারিক অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার উপর দৃষ্টি আকর্ষণ করে রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে থাকবে মেদিনীপুর ছাত্রসমাজ।”

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version