Wednesday, August 13, 2025

ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের এক গাড়ি চালকের। প্রদীপ মণ্ডল (৪২) নামে ওই ব্যক্তি রবিবার দুপুরে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি কলকাতা পুলিশের পরিবহন বিভাগ কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বারাসতে। লালবাজার প্রদীপ মণ্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের ১৯ জন কর্মীর মৃত্যু হল। রাজ্যে করোনা শুরুর সময় থেকে সামনের সারিতে কাজ করছিলেন প্রদীপ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, গত ১৭ অক্টোবর বাড়ি ফেরার পথে যশোর রোডে একটি দুর্ঘটনায় পড়েন তিনি। তার পরেই চিকিৎসার জন্য তাঁকে বাইপাসের ধারে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই জানা যায়, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। এর পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এরপর রবিবার তিনি মারা যান।

উল্লেখ্য, গত মার্চ থেকে করোনার পরিস্থিতি সামলাচ্ছেন পুলিশকর্মীরা। রবিবার বিকেল পর্যন্ত ৩,৩০৩ জন পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। শুধু রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন পুলিশের চার সদস্য। আক্রান্তদের মধ্যে ৬৬ জন পুলিশকর্মী বা অফিসার ভর্তি রয়েছেন শহরের বিভিন্ন হাসপাতালে। বাকিরা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুন-রবিনসন স্ট্রিটের ছায়া! এবার বরাহনগরের বাবা-মায়ের মৃতদেহ ৭দিন আগলে ছিল মেয়ে

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version