Monday, May 19, 2025

বাংলাদেশ সীমান্তে মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

Date:

কাঁটাতারের বেড়া পেরিয়ে কোচবিহারের তুফানগঞ্জের মহকুমার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুর চ্যাঙমারি এলাকায় রাস পূর্ণিমার দিন বহু প্রাচীন মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নযন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ভিড় হলেও করোনার জন্য অন্যবারের মতো ভিড় হয়নি এবারের মেলায়।

লোকশ্রুতি অনুযায়ী, সত্যযুগে মা মনসার অভিশাপে চাঁদ সদাগরের সপ্তডিঙার একটি এসে পৌঁছেছিল তুফানগঞ্জ ভাসতে ভাসতে এখানেই একটি নালাতে ডুবে গিয়েছিল ডিঙাটি। বহু দিন পূর্বে তা দৃশ্যমান হওয়ার পর থেকেই রাস পূর্ণিমার পূণ্য তিথিতে ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় মা মনসার পুজো শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

এদিন পুজোর উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, মানুষের বিশ্বাসকে সম্মান জানিয়েই সংশ্লিষ্ট এলাকায় সুদৃশ্য মনসা মন্দির নির্মাণের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় রাস্তা নির্মাণ সহ ডিঙিটির পুরানো কাঠামো ঠিক রেখে পুননির্মাণ করে দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে এই পুজো অনুষ্ঠিত হওয়ার কারণে বিএসএফের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও এই পুজোয় মেতেছেন স্থানীয় মানুষেরা। সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকাকালীন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যোগ দিতেম এই পুজোতে। বর্তমানে দূর থেকেই তারা দেখেন এই পুজো।
স্থানীয় মানুষের বিশ্বাস খুবই জাগ্রত এখানকার এই মা মনসা। তার কাছে মানত করলে তা সফল হয়। এই বিশ্বাসকে সঙ্গী করেই প্রতি বছর হাজার হাজার মানুষ সমবেত হন এই পুজোতে।

আরও পড়ুন- এখনই কলেজ নয়, আপাতত বাড়ি থেকেই চলবে ভার্চুয়াল ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী

Related articles

দার্জিলিং টি ব্র্যান্ডিং-এর প্রস্তাব: রুদ্রের দায়িত্ব কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, নানা স্বাদের চা তৈরির পরামর্শ

দার্জিলিং টি নিয়ে নতুন শিল্প ভাবনা। সোমবার, উত্তরের শিল্প সম্মেলনে দার্জিলিং চায়ের ব্র্যান্ডিং-এৎ প্রস্তাব দিলেন লক্ষ্মী টি'র কর্ণধার...

ভারত কোনও ধর্মশালা নয়! শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু মামলা খারিজ করে কড়া বার্তা শীর্ষ আদালতের 

বিদেশি শরণার্থী ইস্যুতে শ্রীলঙ্কার এক তামিল নাগরিকের আবেদন খারিজ করে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট । বিচারপতি দীপঙ্কর...

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব...

উত্তরেও কনভেনশন সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ভল্ভো বাস: উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের (Convention Centre) মতো শিলিগুড়িতেও হবে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার। সোমবার, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট-এ...
Exit mobile version