Tuesday, May 20, 2025

বাংলাদেশ সীমান্তে মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

Date:

কাঁটাতারের বেড়া পেরিয়ে কোচবিহারের তুফানগঞ্জের মহকুমার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুর চ্যাঙমারি এলাকায় রাস পূর্ণিমার দিন বহু প্রাচীন মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নযন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ভিড় হলেও করোনার জন্য অন্যবারের মতো ভিড় হয়নি এবারের মেলায়।

লোকশ্রুতি অনুযায়ী, সত্যযুগে মা মনসার অভিশাপে চাঁদ সদাগরের সপ্তডিঙার একটি এসে পৌঁছেছিল তুফানগঞ্জ ভাসতে ভাসতে এখানেই একটি নালাতে ডুবে গিয়েছিল ডিঙাটি। বহু দিন পূর্বে তা দৃশ্যমান হওয়ার পর থেকেই রাস পূর্ণিমার পূণ্য তিথিতে ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় মা মনসার পুজো শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

এদিন পুজোর উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, মানুষের বিশ্বাসকে সম্মান জানিয়েই সংশ্লিষ্ট এলাকায় সুদৃশ্য মনসা মন্দির নির্মাণের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় রাস্তা নির্মাণ সহ ডিঙিটির পুরানো কাঠামো ঠিক রেখে পুননির্মাণ করে দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে এই পুজো অনুষ্ঠিত হওয়ার কারণে বিএসএফের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও এই পুজোয় মেতেছেন স্থানীয় মানুষেরা। সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকাকালীন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যোগ দিতেম এই পুজোতে। বর্তমানে দূর থেকেই তারা দেখেন এই পুজো।
স্থানীয় মানুষের বিশ্বাস খুবই জাগ্রত এখানকার এই মা মনসা। তার কাছে মানত করলে তা সফল হয়। এই বিশ্বাসকে সঙ্গী করেই প্রতি বছর হাজার হাজার মানুষ সমবেত হন এই পুজোতে।

আরও পড়ুন- এখনই কলেজ নয়, আপাতত বাড়ি থেকেই চলবে ভার্চুয়াল ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version