Wednesday, August 20, 2025

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির প্রথম ক্যাম্প চালু হতেই কোচবিহারে যেন মানুষের ঢল নামল। কারও রেশন কার্ডের ত্রুটি সংশোধন, কারও যুবশ্রীর প্রাপ্য বুঝে নেওয়ার আবেদন, কেউ আবার কন্যাশ্রীর জন্য। সব মিলিয়ে সকাল থেকে বিকেল অবধি শয়ে শয়ে আবেদনকারী হাজির কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়িতে হাই স্কুলের মাঠে ওই কর্মসূচি শুরু হয়। তবে সবটাই কোভিড বিধি মেনে। সকলেই মাস্ক পরে ছিলেন।

সেখানে ব্লক প্রশাসনের তরফে একাধিক টেবিলে নানা দফতরের কর্মীদের রাখা হয়েছিল। কোথাও কাদ্য বিভাগ, কোথাও যুবশ্রী, কোথাও কন্যাশ্রী, কোনও টেবিলে স্বাস্থ্যসাথী, কোনটিতে সবুজ সাথীর বিষয়ক কাজের ব্যবস্থা ছিল। তফসিলি জাতি, উপজাতি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও হয়। সকাল থেকে প্রতিটি টেবিলে গিয়ে কয়েক দফায় খোঁজখবর নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ওই এলাকার বিধায়ক।

উন্নয়নমন্ত্রী জানান, দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতেই মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে। মানুষ যে সরকারের কর্মসূচির উপরে একশো শতাংশ ভরসা রাখছে তা জানিয়ে দিচ্ছেন। অনেকেই সরকারি কর্মসূচির সুবিধা পেয়েছেন এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি দফতরও তাঁদের দুয়ারে পৌঁছনোয় মানুষও খুশি হচ্ছেন।

আরও পড়ুন-শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version