Thursday, August 21, 2025

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির প্রথম ক্যাম্প চালু হতেই কোচবিহারে যেন মানুষের ঢল নামল। কারও রেশন কার্ডের ত্রুটি সংশোধন, কারও যুবশ্রীর প্রাপ্য বুঝে নেওয়ার আবেদন, কেউ আবার কন্যাশ্রীর জন্য। সব মিলিয়ে সকাল থেকে বিকেল অবধি শয়ে শয়ে আবেদনকারী হাজির কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়িতে হাই স্কুলের মাঠে ওই কর্মসূচি শুরু হয়। তবে সবটাই কোভিড বিধি মেনে। সকলেই মাস্ক পরে ছিলেন।

সেখানে ব্লক প্রশাসনের তরফে একাধিক টেবিলে নানা দফতরের কর্মীদের রাখা হয়েছিল। কোথাও কাদ্য বিভাগ, কোথাও যুবশ্রী, কোথাও কন্যাশ্রী, কোনও টেবিলে স্বাস্থ্যসাথী, কোনটিতে সবুজ সাথীর বিষয়ক কাজের ব্যবস্থা ছিল। তফসিলি জাতি, উপজাতি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও হয়। সকাল থেকে প্রতিটি টেবিলে গিয়ে কয়েক দফায় খোঁজখবর নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ওই এলাকার বিধায়ক।

উন্নয়নমন্ত্রী জানান, দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতেই মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে। মানুষ যে সরকারের কর্মসূচির উপরে একশো শতাংশ ভরসা রাখছে তা জানিয়ে দিচ্ছেন। অনেকেই সরকারি কর্মসূচির সুবিধা পেয়েছেন এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি দফতরও তাঁদের দুয়ারে পৌঁছনোয় মানুষও খুশি হচ্ছেন।

আরও পড়ুন-শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version