Tuesday, August 26, 2025

রাজ্যপালকে “দেশলাই কাঠি”, দিলীপকে “গুন্ডা” বলে কটাক্ষ কাকলির

Date:

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাজ্যের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন বারাসতের সংসদ। সুর চড়িয়ে বলেন, রাজ্যপাল দেশলাই কাঠি আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা।

রাজ্যপাল জাগদীপ ধনকার এর ভূমিকায় অসন্তুষ্ট কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, রাজ্যপাল এখনও কেন বিজেপিতে যোগদান করছেন না? তিনি তো বিজেপির মুখপাত্র হয়েই কথা বলছেন। শুধু তাই নয়, রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যে আগুন লাগাতে চাইছেন। আসলে তিনি বিজেপির হয়ে দেশলাই কাঠির মত কাজ করছেন। ধনকরেড় একতরফা বক্তব্য প্রমাণ করছে, আসলে তিনি রাজ্যপাল নন, রাজ্যপালের নামে বিজেপির প্রতিনিধি। শুধু তাই নয়, বর্তমান রাজ্যপাল রাজ্যে আগুন লাগাতে চাইছেন। এবং তিনি বিজেপির হয়ে দেশলাই কাঠির ভূমিকা নিয়েছেন। অভিযোগ কাকলির।

এখানেই থেমে থাকেননি কাকলি। বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তিনি বলেন, উনি কে, তাঁকে তো কেউ চেনেন না। উনি নিজেকে গুন্ডা বলছেন। গুন্ডামি করবেন বলছেন। বাংলার মানুষ কোনও গুন্ডাকে প্রশ্রয় দেবে না। সময় মতো মানুষ জবাব দেবেন। উনি তো বাংলার কৃষ্টি-সংস্কৃতি বোঝেন না। বাংলা ভাষাতে কথা বলতে পারেন না। কী বলছেন, কেন বলছেন নিজেই জানেন না! আসলে উনি গুন্ডা, আর গুন্ডাদের ভাষাতেই কথা বলছেন।

শুধু রাজ্যপাল বা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নয়, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেই সরব হলেন কাকলিদেবী।আমফান ত্রাণে ”দুর্নীতি” নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর ফের অনুদান ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূলও। সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, ”মাঝে মাঝে ছেলে ভোলানোর মতো রাজ্যকে এক হাজার কিংবা দু’হাজার কোটি টাকা দেওয়া হয়। আর কেন্দ্রের তরফে প্রচার করা হয়, পশ্চিমবঙ্গকে কত টাকা দিলাম! প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা কোথা থেকে আসে, কোথায় যায়? এই অস্বচ্ছতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। এই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকারের নয়। জিএসটি বাবদ করও রাজ্যগুলি সংগ্রহ করে দেয়।”

আরও পড়ুন- বালুরঘাটে বন্ধ ওষুধের দোকানে আগুন, ক্ষতি দশ লক্ষাধিক টাকার

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version