Monday, November 3, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই প্রভাষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ নিয়ম বহির্ভূতভাবে অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি, হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রায় দুই বছর পর চাকরিতে যোগদানের অনুমতি পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. অনুপ কুমার সাহা৷

আরও পড়ুন : অতিমারিতে বয়স বিবেচনা; একসঙ্গে দুই বিসিএস, নিয়োগ করা হবে দুই হাজারের বেশি চিকিৎসককে

রবিবার (২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এই তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি জানিয়েছেন, হাইকোর্টের রায় অনুযায়ী ওই শিক্ষককে চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে৷ আর অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে৷

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম৷ নিয়ম বহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁদের৷ অধ্যাপক অনুপ কুমারকে যোগদান করতে না দেওয়া এবং তথ্যগত ভুল বা ঘাটতি কেন হল, তা জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে উপ-উপাচার্য(শিক্ষা) কে।

অধ্যাপক অনুপ কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল, পিএইচডি সম্পন্ন হওয়ার আগেই ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে সহকারী অধ্যাপক পদে যোগদান করেছেন তিনি। এই অভিযোগে তাকে ২০১৮ সালের ২ অক্টোবর চাকরিচ্যুত করা হয়েছিল। গত ২৫ নভেম্বর, হাইকোর্ট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন৷

এই ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল৷ কমিটির অন্য সদস্যরা ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড এএসএম মাকসুদ কামাল, অধ্যাপক ড হুমায়ুন কবির, অধ্যাপক সামসুজ্জামান খান৷ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তদন্ত প্রতিবেদনে অনুপ কুমার সাহার অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায়৷ প্রতিবেদন অনুযায়ী তখন তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়৷ হাইকোর্টের রায়ে তাঁকে পুনরায় চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...
Exit mobile version