Sunday, August 24, 2025

শুভেন্দুর ইস্তফার পর মদনের নেতৃত্বে পরিবহণে কমিটি গড়লেন মমতা

Date:

মন্ত্রী পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফার পর পরিবহণ মন্ত্রকের দায়িত্ব নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রকল্প ধরে ধরে দফতরের পরিস্থিতি তদারকি করা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়, যার জেরে এবার প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে টেনে আনলেন মমতা। পরিবহণ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের দেখভাল করার মদন মিত্রের নেতৃত্বে নতুন কমিটি গড়ে দিল রাজ্য সরকার।

রাজ্যের পরিবহণ কর্মীদের জন্য রয়েছে একাধিক প্রকল্প। এর পাশাপাশি, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো প্রকল্পের আওতায় তাঁদের আনা হচ্ছে পরিবহণ কর্মীদের। তবে সরকারি সূত্রের বক্তব্য, না জানার কারণে অনেকে ওই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন না পরিবহণ কর্মীরা। সেই বিষয়টি দেখভাল করার জন্য নতুন কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যার প্রধান হিসেবে রাখা হচ্ছে প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে।

আরও পড়ুন:‘অসাবধানে’ একটি ‘ভুল’ লিঙ্কে ক্লিক, ২৭০ স্থান পেয়েও আইআইটিতে ভর্তি হাতছাড়া পড়ুয়ার

প্রসঙ্গত, দীর্ঘদিন রাজনৈতিকভাবে অবসরে থাকার পর মদনকে ফের তুলে আনার পেছনে অনেক কারণ দেখছে রাজনৈতিক মহল। প্রথমত, পূর্বে পরিবহণ মন্ত্রকের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে মদনের। ফলে কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার কাজটা তাঁর জন্য সহজ হবে। দ্বিতীয়ত, বিশেষজ্ঞদের অনুমান বিধানসভা নির্বাচনের পূর্বে মদনকে ফের দায়িত্ব তুলে দলীয় কর্মীদের কাছে একটি বার্তার পাশাপাশি দল যে পুরনো সৈনিকদের পাশেই রয়েছে সেটা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version