Thursday, August 21, 2025

নুন থেকে স্টিল, গাড়ি থেকে সফটওয়্যারের ব্যবসা করা ভারতের বৃহত্তম সংস্থা টাটা গোষ্ঠী ই-কমার্স ব্যবসায় এবার বিশেষ জোর দিতে চাইছে। আর সেই কারণেই অনলাইন গ্রসারি স্টোর বিগ বাস্কেটের অধিকাংশ শেয়ার কেনার পথে টাটা গোষ্ঠী। ৫ মাসের আলোচনার পর টাটার এই সিদ্ধান্ত। চিনের বৃহত্তম খুচরো বিপননীর অনলাইন সংস্থা আলিবাবা সহ বিভিন্ন সংস্থার হাতে থাকা বিগ বাস্কেটের ৫০-৬০ শতাংশ শেয়ার কিনবে টাটা গোষ্ঠী। এছাড়াও বিগ বাস্কেটের ২০-৩০ শতাংশ শেয়ার সরাসরি অধিগ্রহণ করবে টাটারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে পারে বলে টাটা গোষ্ঠী এবং বিগ বাস্কেট দুই সংস্থার এমনই খবর মিলছে। জানা যাচ্ছে, আলিবাবার হাতে থাকা বিগ বাস্কেটের ২৯ শতাংশ শেয়ারের সম্পূর্ণটাই টাটা গোষ্ঠীকে বিক্রি করে দিতে চায় চিনের সংস্থাটি।

বেঙ্গালুরুর ই-কমার্স সংস্থা বিগ বাস্কেট প্রতিদিন ৩ লক্ষ অর্ডার পেয়ে থাকে। অনলাইনে ১৮ হাজার জিনিস বিক্রি করে সংস্থাটি। ৫ হাজার ২০০ কোটি টাকার ব্যবসা করার পরেও গত অর্থবর্ষে ৯২০ কোটি টাকার ক্ষতি হয়েছে সংস্থাটির। এরপরই সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সংস্থা টাটা গোষ্ঠীকে অনলাইন ই-কমার্স ব্যবসায় বাজারে একটি জায়গা দিয়েছে। বর্তমানে টাটা ক্লিকের মাধ্যমে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস এবং কিছু প্রয়োজনীয় জিনিসের ব্যবসা করে থাকে টাটা গোষ্ঠী। তবে ই-কমার্স প্লাটফর্মে একটি অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে গ্রসারি বা মানুষের দৈনিক চাহিদার জিনিস অনলাইনে বিক্রির পরিকল্পনা নিয়েছে টাটারা। ‘সুপার-অ্যাপ’ নামে নতুন অ্যাপ চালু করে অনলাইন ই-কমার্স ব্যবসায় রিলায়েন্সকে টেক্কা দিতে সংস্থার তৈরি পরিকল্পনা সংস্থার শেষ বার্ষিক সাধারণ সভায় জানিয়েছিলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের গ্রামীণ ই-কমার্স পরিষেবার অনলাইন সংস্থা গ্রামীণ ই-স্টোরে সম্প্রতি ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা গোষ্ঠী। তবে সরকারি ই-কমার্স সংস্থায় কত শতাংশ শেয়ার এই বিনিয়োগের পরিবর্তে তারা অধিক গ্রহণ করেছে তা টাটা গোষ্ঠীর তরফ থেকে জানানো হয়নি।

আরও পড়ুন-‘সরকার কৃষি আইন বাতিল না করলে দিল্লিকে অচল করে দেব’, হুঁশিয়ারি কৃষকদের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version