Sunday, August 24, 2025

‘ঢপের চপ!’ বাংলায় শিল্পের অগ্রগতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

Date:

কর্মসংস্থান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বরাবরই খড়গহস্ত বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করে বৃহস্পতিবার ফের একবার সরব হয়ে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিলীপ। তাঁর অভিযোগ বাংলায় কারখানা উদ্বোধনের পরিবর্তে শুধু মেলা হচ্ছে। পাশাপাশি বহিরাগত ইস্যুতেও তৃণমূলকে একহাত নিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে।

এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারের কর্মসংস্থান ইস্যুকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘আমি নিউটাউনে থাকি। রোজ প্রাতঃভ্রমণে বেরোই। একদিন ভাবলাম সিলিকন ভ্যালিতে যাই। গিয়ে দেখি সেখানে উলটে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর কাট আউট। ঘাস হয়ে রয়েছে। ছাগল চড়ছে।’ এরপরই আক্রমণের ধার বাড়িয়ে দিলীপ বলেন, ‘ঢপের চপ খেয়ে খেয়ে আমাদের পেট ফুলে গেল। আর কবে হবে? আপনার কথা কেউ বিশ্বাস করে না। দুর্গাপুজো, কালীপুজো, মেলার উদ্বোধন হয়। কারখানার উদ্বোধন করেছেন? খেলা, মেলা, লীলা দিদির দায়িত্ব।”

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে মহামারীর সঙ্গে তুলনা করেন দিলীপ। তিনি জানান ‘২০২০ সাল শেষ হলে করোনা আর তৃণমূল দুই মহামারীই বিদায় নেবে।’ এছাড়াও সম্প্রতি বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে যাওয়া বহিরাগত ইস্যুতে সরব হতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, ‘যদি বিজেপি নেতারা বহিরাগত হন তাহলে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং অভিনেতা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান বহিরাগত নন কেন?’

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version