Thursday, November 13, 2025

‘ঢপের চপ!’ বাংলায় শিল্পের অগ্রগতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

Date:

কর্মসংস্থান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বরাবরই খড়গহস্ত বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করে বৃহস্পতিবার ফের একবার সরব হয়ে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিলীপ। তাঁর অভিযোগ বাংলায় কারখানা উদ্বোধনের পরিবর্তে শুধু মেলা হচ্ছে। পাশাপাশি বহিরাগত ইস্যুতেও তৃণমূলকে একহাত নিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে।

এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারের কর্মসংস্থান ইস্যুকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘আমি নিউটাউনে থাকি। রোজ প্রাতঃভ্রমণে বেরোই। একদিন ভাবলাম সিলিকন ভ্যালিতে যাই। গিয়ে দেখি সেখানে উলটে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর কাট আউট। ঘাস হয়ে রয়েছে। ছাগল চড়ছে।’ এরপরই আক্রমণের ধার বাড়িয়ে দিলীপ বলেন, ‘ঢপের চপ খেয়ে খেয়ে আমাদের পেট ফুলে গেল। আর কবে হবে? আপনার কথা কেউ বিশ্বাস করে না। দুর্গাপুজো, কালীপুজো, মেলার উদ্বোধন হয়। কারখানার উদ্বোধন করেছেন? খেলা, মেলা, লীলা দিদির দায়িত্ব।”

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে মহামারীর সঙ্গে তুলনা করেন দিলীপ। তিনি জানান ‘২০২০ সাল শেষ হলে করোনা আর তৃণমূল দুই মহামারীই বিদায় নেবে।’ এছাড়াও সম্প্রতি বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে যাওয়া বহিরাগত ইস্যুতে সরব হতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, ‘যদি বিজেপি নেতারা বহিরাগত হন তাহলে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং অভিনেতা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান বহিরাগত নন কেন?’

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version