Sunday, August 24, 2025

কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

Date:

কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের লাগাতার আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করছে পাঞ্জাবের প্রধান বিরোধী শক্তি শিরোমণি আকালি দল। এনডিএর সবচেয়ে পুরনো জোটসঙ্গী হয়েও এই ইস্যুতে মোদি সরকারের তীব্র বিরোধিতা করছে তারা। নয়া কৃষি আইনের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিত্ব এবং এনডিএর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ত্যাগ করেছে তারা। এবার আর এক ধাপ এগিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মবিভূষণ’ ত্যাগ করলেন আকালি দলের প্রতিষ্ঠাতা ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। প্রসঙ্গত, মোদি জমানাতেই এই রাষ্ট্রীয় সম্মান লাভ করেছিলেন বাদল। এই সম্মান ফিরিয়ে দিয়ে প্রবীণ নেতা বলেছেন, কৃষক বিরোধী এই আইন পাঞ্জাবের কৃষকদের চরম বিপদে ফেলে দিয়েছে। কৃষকদের স্বার্থ না দেখে একতরফা সিদ্ধান্ত নিয়ে চলছে কেন্দ্র। তাদের এই ঔদ্ধত্য মানা যায় না। গত আটদিন ধরে পাঞ্জাব ও অন্যান্য রাজ্যের কৃষকরা যে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে সম্পূর্ণ সমর্থন রয়েছে আকালি দলের। কৃষি আইন বাতিল করাই একমাত্র সমাধান।

ঘটনাচক্রে, নতুন কৃষি আইনের প্রতিবাদে শুরু থেকেই সরব পাঞ্জাবের কৃষক সমাজ। কারণ সে রাজ্যেই দেশের সবচেয়ে কৃষক মান্ডিগুলি রয়েছে। পাঞ্জাবের কৃষকদের বক্তব্য, মুখে মোদি সরকার যাই বলুক, আদতে নতুন ব্যবস্থায় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মান্ডি ব্যবস্থা। এর ফলে রাজ্যের কৃষকদের জীবনে বড় বিপর্যয় নেমে আসবে। চলতি কৃষক বিদ্রোহেও সিংহভাগ আন্দোলনকারী কৃষকই পাঞ্জাবের। এই অবস্থায় কৃষকদের পাশে থেকে বার্তা দিতে চাইছে পাঞ্জাবের শাসক কংগ্রেস ও বিরোধী আকালি দল দুপক্ষই। বৃহস্পতিবার সকালে এই ইস্যুতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পর অমরিন্দর বলেন, কৃষক ও সরকার দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমাধান চাই। বস্তুত, পাঞ্জাবে নির্বাচনের আগে কৃষকদের আবেগকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক ফসল তোলার চেষ্টায় কংগ্রেস ও আকালি দুই দল রীতিমত প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। প্রকাশ সিং বাদলের পদ্মবিভূষণ ত্যাগও সম্ভবত এই রাজনৈতিক লাভের অঙ্কেই।

আরও পড়ুন- মমতার মেদিনীপুর- সফরের আগেরদিনই সম্ভবত নতুন ইনিংস শুরু করছেন শুভেন্দু

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version