Saturday, November 15, 2025

‘পথে নেমেছি বলে ফ্ল্যাটে থাকা অনেকের অসুবিধা হচ্ছে’, গড়বেতায় শুভেন্দু

Date:

সেভাবে মুখ খুললেন না গড়বেতাতেও৷ শুধু একবার বললেন ইঙ্গিতপূর্ণ একটি বাক্য৷

বৃহস্পতিবার সকালের দিকে তমলুকের ‘অরাজনৈতিক’ মঞ্চে যেমন তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে চুপ ছিলেন, ঠিক সেভাবেই বেলার দিকে গড়বেতার ‘অরাজনৈতিক’ মঞ্চেও নীরব থাকলেন শুভেন্দু অধিকারী ৷

শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবসে এদিন গড়বেতায় ক্ষুদিরামের একটি পূর্ণবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন শুভেন্দু। সঙ্গে রুটিনমাফিক সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

আর তখনই ইঙ্গিতপূর্ণভাবে কোনও নাম না করে শুভেন্দু
মন্তব্য করেন, “এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে, এই গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়ে পড়েছে।” একইসঙ্গে সচেতনভাবে নিজের ভূমিপুত্র পরিচয়ও মনে করিয়ে দেন তিনি।  শুভেন্দু বলেন, “আজ একটা খবরের কাগজে লিখেছে, আমি নাকি কমফর্ট জোনে রাজনীতি করি। দশকের পর দশক ধরে গড়বেতায় আসছি। ২০১১ সালের আগে আমিই সব থেকে বেশি গড়বেতায় আসতাম। এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে। এই গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়ে পড়েছে।”

একেবারে শেষে শুভেন্দু বলেন, “এই পান্তাভাত খাওয়া, মুড়ি খাওয়া ছেলেটা আপনাদের জন্য লড়বে।” এদিন গড়বেতায় শুভেন্দুর অরাজনৈতিক সভাতেও ছিল উপচে পড়া ভিড়।

বৃহস্পতিবার দুপুরে তমলুকে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু। শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে পদযাত্রা করেন তাঁর অনুগামীরা। অরাজনৈতিক সেই মিছিলে শুভেন্দুর হাতে ছিল জাতীয় পতাকা। তমলুকে শুভেন্দু বলেন, “আমি ভারতের ছেলে, আমি বাংলার ছেলে। আমি বাংলার মানুষের জন্য লড়বো।’

আরও পড়ুন- তৃণমূল কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরানো হলো শুভেন্দু, ফের দায়িত্বে পার্থ

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version