Thursday, August 28, 2025

খায়রুল আলম (ঢাকা) : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে অতিমারিতে মারা গিয়েছেন ২৪ জন। তার মধ্যে পুরুষ ২০ জন এবং নারী চার জন। এনিয়ে করোনায় এখন পর্যন্ত মোট মারা গেলেন ৬হাজার ৭৭২ জন । তাদের মধ্যে পুরুষ মোট পাঁচ হাজার ১৮৪ জন এবং নারী এক হাজার ৫৮৮জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৫৫ শতাংশ আর নারী ২৩ দশমিক ৪৫ শতাংশ। শুক্রবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে।

দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম তিন জন রোগীর তথ্য জানায় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর ঠিক ১০ দিন পর করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য দেয় প্রতিষ্ঠানটি। প্রথম মারা যাওয়া রোগী ছিল পুরুষ, তার বয়স ছিল ৭০ এর বেশি। তিনি বিদেশফেরত নন, তবে বিদেশ থেকে আসা এক আত্মীয়ের মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছিলেন। সংক্রমণের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

মারা যাওয়া মোট ছয় হাজার ৭৭২ জনের মধ্যে ষাটোর্ধ্ব হলেন তিন হাজার ৬১৫ জন, শতকরা হিসেবে ৫৩ দশমিক ৩৮ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন এক হাজার ৭৫৪ জন, ২৫ দশমিক ৯০ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৮১৪ জ, ১২ দশমিক শূন্য দুই শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৩৪৯ জন, পাঁচ দশমিক ১৫ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১৫২ জন, দুই দশমিক ২৪ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৫৫ জন, শূন্য দশমিক ৮১ শতাংশ আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ৩৩ জন; যা কিনা শতকরা হিসেবে শূন্য দশমিক ৪৯ শতাংশ।

আরও পড়ুন-এবার মাইক ব্যবহারে কঠোর হচ্ছে এই দেশের সরকার

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version