Sunday, May 4, 2025

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) মগবাজার কার্যালয়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ৩০ হাজার সরকারি ওয়েবসাইট অকেজো হয়ে পড়েছে। ওয়েবসাইটে প্রবেশ করাই যাচ্ছে না।

সরকারি ওয়েবসাইটের পোর্টাল ডেভেলপার এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী বলেন, “রবিবার সকালে মগবাজার বিটিসিএল অফিসে বৈদ্যুতিক গোলযোগের পর(.gov.bd) সার্ভারের পাওয়ার সিস্টেমে এ সমস্যা শুরু হয়।” এর ফলে জাতীয় তথ্য বাতায়নের (পোর্টাল) আওতাধীন ডোমেইন .gov.bd এর প্রায় ৪০ হাজার সরকারি ওয়েবসাইটের মধ্যে প্রায় ৩০ হাজার সাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান তিনি। “বিটিসিএল কর্তৃপক্ষ ইতিমধ্যে পাওয়ার সাপ্লাই সমস্যা সমাধানে কাজ করছে ।এ সমস্যা সমাধান হওয়া মাত্র সার্ভারের একটি অংশ চালু করা সম্ভব হবে। সিস্টেম রিস্টার্ট করে পুনরায় প্রস্তুত হবে কিছুটা সময় লেগে যায় এবং এর পর একের একের পর ওয়েবসাইটগুলো প্রবেশে সমস্যা থাকবে না।“ তিনি জানান, সরকারি মন্ত্রণালয় ও দপ্তরের মিলে মোট ওয়েবসাইট রয়েছে প্রায় ৪২ হাজার। বেশিরভাগ ওয়েবসাইটগুলো বিটিসিলের সার্ভারে এবং বাকিগুলো রয়েছে ন্যাশনাল ডাটা সেন্টারে।

রোববার সন্ধ্যা ৭টা নাগাদ জনপ্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, আইন মন্ত্রণালয়, এটুআইসহ অনেক ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ ৬২টি ওয়েবসাইট সংবেদনশীল মনে করা হয়। তার মধ্যেও কয়েকটি এ সমস্যায় রয়েছে বলে জানান আরফে এলাহী।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন রোববার সন্ধ্যায় জানান, “সকালে বৈদ্যুতিক গোলযোগের কারণে কয়েকটি ইনভার্টার পুড়ে যায় এবং তারপর থেকেই সরকারি সাইটগুলোতে প্রবেশে সমস্যা হচ্ছে। বিকাল থেকে নতুন ইনভার্টার স্থাপন করা হয়েছে, তবে পুনরায় সাইটগুলো সচল হতে কিছুটা সময় লাগবে।”

আরও পড়ুন- এবার এক হোয়াটসঅ্যাপেই মিলবে রেলযাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version