কৃষি আইনের বিরুদ্ধে রাজভবনের সামনে বিক্ষোভ

কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে সোমবার  রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন নো এনআরসি মুভমেন্ট নামে একটি সংগঠনের সদস্যরা।

একই সঙ্গে রাজ্যপালের পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন আন্দোলনকারীরা। কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সোমবার রাজভবনের নর্থ গেটের সামনে নো এনআরসি মুভমেন্ট নামে একটি সংগঠন কৃষি আইনের প্রতিলিপি দাহ করে।

বিক্ষোভ-আন্দোলনকারীরা কেন্দ্রীয় সরকারের কাছে নতুন কৃষি আইন প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। সেই সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে জগদীপ ধনকরের পদত্যাগও দাবি করেছেন নো এনআরসি মুভমেন্টের কর্মী, সমর্থকরা।