Sunday, November 9, 2025

ডেউচা পাচামি কয়লা ব্লকের সামাজিক নিরীক্ষা শুরু, এলাকা পরিদর্শন জেলাশাসক-পুলিশ সুপারের

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ডেউচা পাচামি কয়লা ব্লকের সামাজিক নিরীক্ষণের কাজ সরেজমিনে দেখতে এলাকায় হাজির হলেন বীরভূম জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। সোমবার জেলার দুই শীর্ষ আধিকারিক প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের হরিণসিঙ্গাতে গিয়ে আদিবাসী সমাজের বাড়ি-বাড়ি ঘুরলেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। যদিও এ বিষয় নিয়ে বিরোধীদের মত সবই বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক চমক।

মাস কয়েক আগে কয়লা শিল্পাঞ্চল নিয়ে কয়লা শিল্পাঞ্চল নিয়ে ডেউচাতে রাজ্যের মুখ্য সচিবের উচ্চ পর্যায়ের বৈঠকের পর কাজের অগ্রগতি শুরু হয়েছে। প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার জমির বর্তমান মালিকানা নিরূপণ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন শুরু হয়েছে সামাজিক নিরীক্ষণ এর কাজ। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মতামত গ্রহণ করা হচ্ছে এলাকাবাসীদের। ৮০ টি প্রশ্ন করা হচ্ছে সামাজিক নিরীক্ষণ দলের পক্ষ থেকে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সেই কর্মসূচি সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সেই সামাজিক কর্মসূচিতে এদিন বীরভূম জেলাশাসক বিজয় ভারতী এবং বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং উপস্থিত হয়েছিলেন। ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল এলাকার হরিণসিঙ্গা মৌজার মানুষের সঙ্গে সামাজিক নিরীক্ষণের সময় কথা বলেন তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বহু মানুষজন তেমন উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে আবার অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

আরও পড়ুন:মমতাকে ব্ল্যাকমেল করা যাবে না, নাম না করে দলের বিদ্রোহীদের বার্তা ফিরহাদের

অন্যদিকে, গত রবিবার দেওয়ানগঞ্জ এলাকায় আদিবাসীদের একাংশ এই প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার বিরোধিতা করে বৈঠক করেন। যদিও আদিবাসীদের এই বৈঠক কে আমল দিতে নারাজ আর এক আদিবাসী নেতা রবিন সরেন। তিনি বলেন,” আদিবাসীরা কয়লা শিল্পাঞ্চল এর পক্ষে। সরকার সঠিক ও উপযুক্ত পুনর্বাসন দিয়ে জমি অধিগ্রহণ করবে এবং সেটা সাধারণ মানুষের অনুমতি সাপেক্ষে জোর করে নয়”। বীরভূম জেলা শাসক বিজয় ভারতী বলেন,” যে সামাজিক নিরীক্ষণ এর কাজ চলছে তাতে সাধারণ মানুষের উৎসাহ যথেষ্ট যদিও কিছু সংখ্যক মানুষ এই নিরীক্ষণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জোর করে কোন কিছু সরকার করবে না যা হবে এলাকার মানুষের সম্মতিতে”।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version