Wednesday, November 12, 2025

ঠিক দু’মাসের ব্যবধানে নবান্ন অভিযানের “টাটকা স্মৃতি” ফুটে উঠতে পারে উত্তরকন্যায়

Date:

মাঝে মাত্র দু’মাসের ব্যবধান। ৮ অক্টোবরের পর ৭ ডিসেম্বর কলকাতায় নবান্ন অভিযানের পর যুব মোর্চার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ঘিরে শীতের মরশুমে রাজনীতির উত্তাপ বাড়ল। একুশের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। একাধিক দাবি নিয়ে আজ, সোমবারই তৃণমূলের পাল্টা কর্মসূচিতে পথে নামছে বিজেপি। আমফান, করোনা দুর্নীতি, বেকারত্বের হার, চা শ্রমিকদের দুরাবস্থা, উত্তরবঙ্গের মানুষের বঞ্চনা-সহ একগুচ্ছ দাবিতে আজ গেরুয়া শিবিরের উত্তরকন্যা অভিযান। জানা গিয়েছে, এদিনের উত্তরকন্যা অভিযানে দু-দিক থেকে দুটি মিছিল করবেন বিজেপি নেতা-কর্মীরা।

একটি মিছিল যাবে জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এবং অন্যটি যাবে শিলিগুড়ির জলপাই মোড় থেকে। প্রথম মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থাকবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু-সহ বিজেপি নেতাকর্মীরা। শিলিগুড়ির মিছিলের নেতৃত্বে থাকছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, অরবিন্দ মেনন-সহ অন্যরা।

অক্টোবরের ৮ তারিখ রাজ্যের রাজনৈতিক হিংসার বাড়বাড়ন্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি-সহ একাধিক অভিযোগে নবান্ন অভিযান করেছিল বিজেপি যুব মোর্চা। মিছিল অস্ত্র-সহ এক কর্মীর গ্রেফতারি থেকে শুরু করে বিক্ষোভ দমনে পুলিশের ছোঁড়া জলকামানের জলে রং-সহ রাসায়নিক থাকার অভিযোগ, এমন নানাবিধ অশান্তিতে তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশি বাধার কাছে সেবার কার্যত পিছু হঠেছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। কিন্তু এবার দু’দিক থেকে উত্তরকন্যা ঘিরে আরও বড় অভিযানের পরিকল্পনা করেছে যুব মোর্চা।

Related articles

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...
Exit mobile version