Sunday, November 9, 2025

মেদিনীপুরের সভা থেকে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন ২০২১ তৃণমূলের। সোমবার, সভা থেকে মমতা অভিযোগ করেন, টাকা ও গুন্ডা নিয়ে বাইরে থেকে আসছে বিজেপি। টাকা দিয়ে সব কিনতে চাইছে। দল, ঘর সব কিছু ভাঙতে চাইছে। তারপরেই তৃণমূল নেত্রী বলেন, তৃণমূলকে কেনা যায় না।

ব্যাখ্যা হিসেবে মমতা বলেন, বিজেপি টাকা-গুন্ডা থাকলেও, তৃণমূল কংগ্রেসের মতো কর্মী নেই, পতাকা নেই। কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, চুরি করা অর্থ রাখার ব্যাঙ্ক হল বিজেপি। তারা লুঠেরাদের পাশে থেকে সমর্থন জানাচ্ছে। “কোন দুরাচারীর কাছে মাথানত করবেন না, কোন অত্যাচারীর কাছে মাথানত করবেন না” দলীয়কর্মীদের বার্তা দিলেন তৃণমূলন নেত্রী।

“২০২১ তৃণমূলের, ২০২১ বাংলার, হার্মাদ সিপিএমের আর না, হার্মাদ বিজেপি একেবারেই না” ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে, তাদের কাছে বাংলা মাথা নত করবে না। মিথ্যের চুবড়ি নিয়ে বসে আছে বিজেপি। তাদের তরফ থেকে সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে।

তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, “কোভিড হয়েছে, আমফান হয়েছে- একটাও টাকা দেয়নি কেন্দ্র। উল্টে ওরা হিসাব চাইছে। আমরা স্বাধীন থাকব, কারও ভয়ে থাকব না”। এরপরেই তৃণমূল নেত্রী জানান “বাংলা গুজরাট হবে না, বাংলাতে গুজরাট বানাতে দেব না”

আরও পড়ুন : শিলিগুড়িতে ধুন্ধুমার কাণ্ড, বিজেপির উত্তরকন্যা অভিযানকে কটাক্ষ পার্থর

এদিন, মেঠো ভঙ্গিতেই দলীয় কর্মীদের উজ্জ্ববিত করেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকেই আক্রমণাক্তক ভঙ্গিতে ছিলেন মমতা। সরাসরি বিজেপির পাশাপাশি সিপিআইএম-কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান মমতা। বলেন, এরা হল রক্ষক-ভক্ষক-তক্ষক।

Related articles

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...
Exit mobile version