পিএম কেয়ারস ফান্ডের হিসেব কোথায় পাওয়া যাবে, প্রশ্ন সোহমের

এবার দিলীপ ঘোষকে নিশানা করলেন অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তী। নিশানা করলেন পিএম কেয়ারস ফান্ডের হিসেব নিয়ে। রাজ্য বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করেছিলেন। এবার তারই পালটা প্রশ্ন অভিনেতার, বললেন, পিএম কেয়ারস ফান্ডের হিসাব কোথায়?

দিলীপ বলেছিলেন, কোভিড যোদ্ধাদের ১ লক্ষ টাকা করে সাম্মানিক দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই প্রতিশ্রুতি এখনও রাখেননি। উনি সবসময় মানুষকে মিথ্যা কথা বলে ধোঁকা দেন। শুক্রবার ওই ভিডিওটি টুইট করে বিজেপি বেঙ্গল।

রিটুইট করে পিএম কেয়ারসের হিসাব চেয়েছেন সোহম। জানতে চেয়েছেন,’আচ্ছা, আর আপনারা যে সাধারণ মানুষের কোটি কোটি টাকা PM Cares scam-এর নামে সংগ্রহ করেছিলেন, সেটার হিসাব কোথায় পাওয়া যাবে?’

আরও পড়ুন-“আমরা রাজীবপন্থী”, একেবারে শুভেন্দু স্টাইলে হাওড়া জুড়ে বনমন্ত্রীর পোস্টার ঘিরে চাঞ্চল্য