Tuesday, August 12, 2025

ভারত বনধের মাঝেই সন্ধে ৭টায় কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

Date:

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কৃষকদের ডাকা বনধে কার্যত অচল গোটা দেশ। এহেন অবস্থার মাঝেই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর কৃষকদের সঙ্গে বৈঠক রয়েছে সরকারের। তার মাঝেই হঠাৎ অমিত শাহের এই বৈঠকের ডাক স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাতটায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন কৃষক নেতারা। এদিন সকালেই কৃষকদের কাছে এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কৃষক সংগঠনের ১৩ জন সদস্যকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে বৈঠকে। আগামীকাল পূর্বঘোষিত বৈঠক থাকা সত্ত্বেও কেন হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠক ডাকলেন তা নিয়ে জল্পনা চড়েছে।

আরও পড়ুন:ভারত বনধ: রাজ্যে রাজ্যে একনজরে

সূত্রের খবর অমিত শাহ সিঙ্ঘু, টিকরী এবং গাজীপুর-দিল্লি বর্ডারে অবস্থানরত কৃষক নেতাদের এই বৈঠকে ডেকেছেন। কৃষক নেতা রাকেশ টিকৌতকেও ডাকা হয়েছে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ জানান, ‘আমার কাছে ফোন এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে ডেকেছেন। আমার সঙ্গে আরও একাধিক নেতা সন্ধ্যে সাতটার এই বৈঠকে যোগ দেবেন।’

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version