Saturday, August 23, 2025

মারাদোনা শোক কাটার আগেই এবার প্রয়াত মেসিদের বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ সাবেয়া

Date:

তাদের ভূমিকে গর্বিত করেছিল বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনাকে ফুটবল মানচিত্রে উজ্জ্বল ইতিহাসে জায়গা করে দেওয়া ঈশ্বরের বরপুত্র মারাদোনা আর নেই। সদ্য প্রয়াত মারাদোনার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনাবাসী। তার মাঝে ফের এক দুঃসংবাদ। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ আলেসান্দ্রো সাবেয়া আর নেই। কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট অব বেলগ্রানো হাসপাতালে দু-সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন সাবেয়া (৬৬)।

তিন বছর আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন সাবেয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মেসিদের, অতিরিক্ত সময়ে গোল খেয়ে জার্মানির কাছে ১-০ ফলাফলে হেরে সেবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ হয়নি সাবেয়ার। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। ওই বিশ্বকাপের ফাইনালে খেলোয়াড় বদল নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন সাবেয়া। প্রথমার্ধে দারুণ খেলা এজেকিয়েল লাভেজ্জির বদলে বিরতির পরই সার্জিও আগুয়েরোকে নামান, দ্বিতীয়ার্ধে গঞ্জালো হিগুয়েনের জায়গায় নামান রদ্রিগো পালাসিওকে। শেষমেশ জার্মানির দৃঢ়প্রতিজ্ঞার সামনে পেরে ওঠেনি আর্জেন্টিনা। সাবেয়ার কোচিংয়ের সেই বিশ্বকাপের সেরা ফুটবলারের হয়েছিলেন লিওনেল মেসি।

সাবেয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেসিও। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি লিখেছেন, “আপনার সঙ্গে এত স্মৃতি ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত। আলেসান্দ্রো একজন অসাধারণ মানুষ ছিলেন। পেশাদার হিসেবেও তিনি ছিলেন অনন্য, যাঁর কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি। বিশ্বকাপ বাছাই পর্বে ও মূল পর্বে অনেক আনন্দের মুহূর্তে আমরা দুজন দুজনের সঙ্গে ছিলাম। তাঁর পরিবার ও কাছের মানুষের প্রতি আমার সমবেদনা রইলো।”

আরও পড়ুন:বিহারে গেরুয়া দাপটে লাল নিশান ওড়ানোয় বাংলায় সংবর্ধনা

এই কলকাতা শহরের সঙ্গেও জড়িয়ে রয়েছে সাবেয়ার ছোট্ট এক স্মৃতি। মারাদোনার মতোই মেসিদের এই বিখ্যাত কোচের পা পড়েছিল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাতেও। ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা খেলতে এসেছিল কলকাতায়। প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। কলকাতা সফররত আর্জেন্টিনার সেই বিখ্যাত দলের কোচ ছিলেন সাবেয়া। তবে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার পর আর কোচিং করাননি এই ম্যানেজার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version