Sunday, November 9, 2025

মারাদোনা শোক কাটার আগেই এবার প্রয়াত মেসিদের বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ সাবেয়া

Date:

তাদের ভূমিকে গর্বিত করেছিল বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনাকে ফুটবল মানচিত্রে উজ্জ্বল ইতিহাসে জায়গা করে দেওয়া ঈশ্বরের বরপুত্র মারাদোনা আর নেই। সদ্য প্রয়াত মারাদোনার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনাবাসী। তার মাঝে ফের এক দুঃসংবাদ। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ আলেসান্দ্রো সাবেয়া আর নেই। কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট অব বেলগ্রানো হাসপাতালে দু-সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন সাবেয়া (৬৬)।

তিন বছর আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন সাবেয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মেসিদের, অতিরিক্ত সময়ে গোল খেয়ে জার্মানির কাছে ১-০ ফলাফলে হেরে সেবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ হয়নি সাবেয়ার। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। ওই বিশ্বকাপের ফাইনালে খেলোয়াড় বদল নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন সাবেয়া। প্রথমার্ধে দারুণ খেলা এজেকিয়েল লাভেজ্জির বদলে বিরতির পরই সার্জিও আগুয়েরোকে নামান, দ্বিতীয়ার্ধে গঞ্জালো হিগুয়েনের জায়গায় নামান রদ্রিগো পালাসিওকে। শেষমেশ জার্মানির দৃঢ়প্রতিজ্ঞার সামনে পেরে ওঠেনি আর্জেন্টিনা। সাবেয়ার কোচিংয়ের সেই বিশ্বকাপের সেরা ফুটবলারের হয়েছিলেন লিওনেল মেসি।

সাবেয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেসিও। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি লিখেছেন, “আপনার সঙ্গে এত স্মৃতি ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত। আলেসান্দ্রো একজন অসাধারণ মানুষ ছিলেন। পেশাদার হিসেবেও তিনি ছিলেন অনন্য, যাঁর কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি। বিশ্বকাপ বাছাই পর্বে ও মূল পর্বে অনেক আনন্দের মুহূর্তে আমরা দুজন দুজনের সঙ্গে ছিলাম। তাঁর পরিবার ও কাছের মানুষের প্রতি আমার সমবেদনা রইলো।”

আরও পড়ুন:বিহারে গেরুয়া দাপটে লাল নিশান ওড়ানোয় বাংলায় সংবর্ধনা

এই কলকাতা শহরের সঙ্গেও জড়িয়ে রয়েছে সাবেয়ার ছোট্ট এক স্মৃতি। মারাদোনার মতোই মেসিদের এই বিখ্যাত কোচের পা পড়েছিল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাতেও। ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা খেলতে এসেছিল কলকাতায়। প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। কলকাতা সফররত আর্জেন্টিনার সেই বিখ্যাত দলের কোচ ছিলেন সাবেয়া। তবে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার পর আর কোচিং করাননি এই ম্যানেজার।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version