বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তি করা হল হাসপাতালে। সূত্রের খবর, বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে যায়। তার পর তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। করা হবে কোভিড টেস্ট। তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা ৭০-এর আশেপাশে।

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সিপিআইএম নেতা। জানা গিয়েছে, বুধবার এই সমস্যা আরও বাড়ে। তার পর চিকিৎসকদের পরামর্শমতো দুপুর ১.৫০ নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

হাসপাতাল সূত্রে খবর, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি চলছে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতাল কর্তৃপক্ষের একটি সূত্রে খবর, তাঁর চিকিৎসায় গঠন করা হতে পারে মেডিক্যাল টিম।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুন-সরকারের পাঠানো প্রস্তাবে অখুশি, আগামী রণনীতি সাজাতে বৈঠক কৃষকরা