Sunday, November 9, 2025

পাঁচ সন্তানের মাকে গণধর্ষণ, অভিযোগ সতেরো জনের বিরুদ্ধে

Date:

ঝাড়খণ্ডের দুমকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ সতেরো জন মদ্যপের বিরুদ্ধে। স্বামীর সঙ্গে বাজার করে ফেরার সময় পথ আটকানো হয় তাঁদের পথ আটকায় অভিযুক্তরা। এরপর তাঁর স্বামীকে বন্দি করে তাঁর ওপর নির্যাতন চালায় তারা। নির্যাতিতা গতকাল পুলিশে অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নৃশংস এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলার মুফাসসিল থানা এলাকায়। ৩৫ বছরের ওই মহিলা পাঁচ সন্তানের মা। ইতিমধ্যে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত তিনি একজনকেই শনাক্ত করে পেরেছেন। ওই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সে ওই অপরাধে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখে জেলে পাঠানো হবে তাকে। তবে ওই মহিলার বয়ানে অসঙ্গতিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিআইজি জানিয়েছেন, “আমরা গ্রামবাসীদের প্রশ্ন করে খতিয়ে দেখছি। কেননা মহিলা বারবার তাঁর বয়ান বদলাচ্ছেন। যখন ওঁকে ওঁর গ্রামে গিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন তাঁকে পাঁচজন ধর্ষণ করেছে।”

ডিআইজি সুদর্শন মণ্ডল জানিয়েছেন, ওইদিন রাতে আচমকাই ওই দম্পতির পথ আটকায় অভিযুক্তরা। তারা সকলেই মদ্যপ ছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “ওই মহিলার দেওয়া বয়ান থেকে জানা গিয়েছে, গ্রামের বাজার থেকে রাতে ফেরার সময় অভিযুক্তরা তাঁদের উপরে চড়াও হয়। মহিলার স্বামীকে বন্দি করে তাঁর উপর নির্যাতন চালায় তারা।”

আরও পড়ুন-বাংলায় বিশ্বকবির বাণী, গণতন্ত্রের জয়ধ্বনি: নয়া সংসদ ভবনের শিলান্যাস করলেন মোদি

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version