ফের সার্জিকাল স্ট্রাইকের আশঙ্কায় পাক সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ!

ফের সার্জিকাল স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে ।
এই বিষয়ে পাক সংবাদমাধ্যমের যুক্তি , কৃষকদের বিক্ষোভ থেকে নজর ঘোরাতে নরেন্দ্র মোদি সরকার পাকিস্তানকে আক্রমণ করতে পারে। যে কোনও সময়েই সার্জিকাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগে সে দেশের সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে । সরকারি স্তরে অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম জিয়ো নিউজ জানিয়েছে, দেশের ভিতরে ও বাইরে চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখে চিনের সঙ্গে এঁটে উঠতে পারেনি ভারত। এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি।
নিয়ন্ত্রণরেখায় হামলা করতে চাইছে ভারত। হতে পারে সার্জিক্যাল স্ট্রাইকও।
ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে , ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন। এ সব থেকে নজর ঘোরাতে চাইছে নরেন্দ্র মোদি সরকার।পাকিস্তানের এই আশঙ্কা নিয়ে নয়াদিল্লির তরফে অবশ্য এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Previous articleসামান্য উন্নতি হলেও এখনও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্য
Next articleসাইবার হামলা চালিয়ে ভ্যাকসিনের নথি চুরি! তদন্তে ইএমএ