Tuesday, November 4, 2025

উলেন রায়ের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ খারিজ জলপাইগুড়ি জেলা আদালতের

Date:

উলেন রায়ের দেহের ফের ময়না তদন্তের নির্দেশ খারিজ করল জলপাইগুড়ি জেলা আদালত।

উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রাযের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ খারিজ করে দিলেন জলপাইগুড়ি জেলা ও দাযরা বিচারক। শুক্রবার সন্ধেয় তৃণমূলের উত্তরবঙ্গের প্রবীণ নেতা তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এ কথা জানান। তিনি জানান, গজলডোবার বাসিন্দা উলেন রায়ের দেহের ময়নাতদন্ত পুলিশ বিধি মেনে করিয়েছিল। সে সময়ে ভিডিও গ্রাফি করে রাখা হয়েছিল।

বিজেপির তরফে জলপাইগুড়ির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ইনচার্জ) আদালতে আবেদন করলে তিনি পুনরায় ময়না তদন্তের আর্জির আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে জেলা ও দায়রা বিচারকের আদালতে আপিল করে পুলিশ। সেই মামলার এদিন শুনানি হয়। তার পরে ময়না তদন্তের প্রক্রিয়া খতিয়ে দেখে আদালত। পর্যটন মন্ত্রী জানান, আদালত সব খতিয়ে দেখেই মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ইনচার্জ) নির্দেশ খারিজ করে দিয়েছে।

৭ ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, পুলিশের ছোড়া ছররাগুলিতে উলেন রায়ের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ জানায়, তারা রবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। উলেনের দেহের ময়নাতদন্ত সেই রাতেই হয়। পর দিন তা নিয়ে অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চান বিজেপির কয়েকজন প্রতিনিধি। আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়ার পরে বিজেপি পুলিশের বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার করে। এদিন জেলা আদালত পুনরায় ময়না তদন্তের নির্দেশ খারিজ করে দেওয়ার পরে বিজেপির তরফে জানানো হয়েছে, তারা আদালতের নির্দেশ মেনেই চলবেন।

এদিন উলেন রায়ের পরিবারের লোকজনের ইচ্ছা অনুসারে তাঁর বাড়ির পাশেই দেহটি কবর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর পরিবারের ইচ্ছে সেখানে একটি মন্দির তৈরি করার। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version