Sunday, May 4, 2025

উলেন রায়ের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ খারিজ জলপাইগুড়ি জেলা আদালতের

Date:

উলেন রায়ের দেহের ফের ময়না তদন্তের নির্দেশ খারিজ করল জলপাইগুড়ি জেলা আদালত।

উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রাযের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ খারিজ করে দিলেন জলপাইগুড়ি জেলা ও দাযরা বিচারক। শুক্রবার সন্ধেয় তৃণমূলের উত্তরবঙ্গের প্রবীণ নেতা তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এ কথা জানান। তিনি জানান, গজলডোবার বাসিন্দা উলেন রায়ের দেহের ময়নাতদন্ত পুলিশ বিধি মেনে করিয়েছিল। সে সময়ে ভিডিও গ্রাফি করে রাখা হয়েছিল।

বিজেপির তরফে জলপাইগুড়ির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ইনচার্জ) আদালতে আবেদন করলে তিনি পুনরায় ময়না তদন্তের আর্জির আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে জেলা ও দায়রা বিচারকের আদালতে আপিল করে পুলিশ। সেই মামলার এদিন শুনানি হয়। তার পরে ময়না তদন্তের প্রক্রিয়া খতিয়ে দেখে আদালত। পর্যটন মন্ত্রী জানান, আদালত সব খতিয়ে দেখেই মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ইনচার্জ) নির্দেশ খারিজ করে দিয়েছে।

৭ ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, পুলিশের ছোড়া ছররাগুলিতে উলেন রায়ের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ জানায়, তারা রবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। উলেনের দেহের ময়নাতদন্ত সেই রাতেই হয়। পর দিন তা নিয়ে অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চান বিজেপির কয়েকজন প্রতিনিধি। আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়ার পরে বিজেপি পুলিশের বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার করে। এদিন জেলা আদালত পুনরায় ময়না তদন্তের নির্দেশ খারিজ করে দেওয়ার পরে বিজেপির তরফে জানানো হয়েছে, তারা আদালতের নির্দেশ মেনেই চলবেন।

এদিন উলেন রায়ের পরিবারের লোকজনের ইচ্ছা অনুসারে তাঁর বাড়ির পাশেই দেহটি কবর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর পরিবারের ইচ্ছে সেখানে একটি মন্দির তৈরি করার। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version