Tuesday, August 26, 2025

উলেন রায়ের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ খারিজ জলপাইগুড়ি জেলা আদালতের

Date:

উলেন রায়ের দেহের ফের ময়না তদন্তের নির্দেশ খারিজ করল জলপাইগুড়ি জেলা আদালত।

উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রাযের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ খারিজ করে দিলেন জলপাইগুড়ি জেলা ও দাযরা বিচারক। শুক্রবার সন্ধেয় তৃণমূলের উত্তরবঙ্গের প্রবীণ নেতা তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এ কথা জানান। তিনি জানান, গজলডোবার বাসিন্দা উলেন রায়ের দেহের ময়নাতদন্ত পুলিশ বিধি মেনে করিয়েছিল। সে সময়ে ভিডিও গ্রাফি করে রাখা হয়েছিল।

বিজেপির তরফে জলপাইগুড়ির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ইনচার্জ) আদালতে আবেদন করলে তিনি পুনরায় ময়না তদন্তের আর্জির আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে জেলা ও দায়রা বিচারকের আদালতে আপিল করে পুলিশ। সেই মামলার এদিন শুনানি হয়। তার পরে ময়না তদন্তের প্রক্রিয়া খতিয়ে দেখে আদালত। পর্যটন মন্ত্রী জানান, আদালত সব খতিয়ে দেখেই মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ইনচার্জ) নির্দেশ খারিজ করে দিয়েছে।

৭ ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, পুলিশের ছোড়া ছররাগুলিতে উলেন রায়ের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ জানায়, তারা রবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। উলেনের দেহের ময়নাতদন্ত সেই রাতেই হয়। পর দিন তা নিয়ে অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চান বিজেপির কয়েকজন প্রতিনিধি। আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়ার পরে বিজেপি পুলিশের বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার করে। এদিন জেলা আদালত পুনরায় ময়না তদন্তের নির্দেশ খারিজ করে দেওয়ার পরে বিজেপির তরফে জানানো হয়েছে, তারা আদালতের নির্দেশ মেনেই চলবেন।

এদিন উলেন রায়ের পরিবারের লোকজনের ইচ্ছা অনুসারে তাঁর বাড়ির পাশেই দেহটি কবর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর পরিবারের ইচ্ছে সেখানে একটি মন্দির তৈরি করার। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version