Tuesday, May 13, 2025

করোনা থেকে সবে সুস্থ হয়েছেন। তবু বঙ্গধ্বনি কর্মসূচিতে ৭ কিলোমিটার পদযাত্রায় সামিল গৌতম দেব। কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী। চিকিৎসকেরা তাঁকে গোটা ডিসেম্বর মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে বিজেপি তাঁর এলাকায় লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে দেখে ডাক্তারের পরামর্শ না মেনেই ময়দানে নেমে পড়লেন গৌতম দেব।

শুক্রবার, বঙ্গধ্বনি শীর্ষক কর্মসূচি শুরু করেন তাঁর এলাকায়। সকালে ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিয়াডাঙ্গা থেকে শুরু হয় বঙ্গ ধ্বনির পদযাত্রা। সেখানে রাজ্যের নানা নানা ক্ষেত্রে কীভাবে উন্নয়ন হয়েছে, কোন প্রকল্পের কত মানুষকে সুবিধা দেওয়া হয়েছে সেই খতিয়ান ছিল। সব মিলিয়ে রাজ্য সরকারের দশ বছরের রিপোর্ট কার্ড সামনে রেখে প্রায় ৭ কিলোমিটার পদযাত্রা হয়। তবে গৌতম দেব মাঝরাস্তা থেকে একটি গাড়িতে করে গন্তব্যে পৌঁছন।

কন্যাশ্রী থেকে সবুজ সাথী, যুবশ্রী থেকে স্বাস্থ্যসাথী, সব প্রকল্পই মানুষের কাছে সমাদৃত হয়েছে ও হচ্ছে। গৌতম দাবি করেন, এলাকাবাসীরা রাজ্য সরকারের নানা কর্মসূচিতে উপকৃত বলেই স্বতঃস্ফুর্ত ভাবে পদযাত্রায় সামিল হয়েছেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ না মেনে এত তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে পড়া নিয়ে প্রশ্ন করা হলে পর্যটন মন্ত্রী জানান, এখন ঘরে বসে থাকার সময়। কোনও শক্তিকে এলাকায় অশান্তি তৈরি করতে দেওয়া যাবে না বলে তিনি জানিয়ে দেন।

 

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version