একদিকে মুকুল রায় বলছেন, আইনের শাসন না থাকাটাই এ রাজ্যের নিয়ম। অন্যদিকে শমীক ভট্টাচার্য বলছেন, পরিকল্পনা করে আক্রমণ দলের সভাপতি জেপি নাড্ডার গাড়িতে। এই ঘটনা নিয়ে যতদূর যেতে হয় যাব।

আরও পড়ুন:কেন্দ্রের তলবে মুখ্যসচিব ও ডিজিপির দিল্লি না যাওয়ার ইঙ্গিত, চিঠি পাঠালেন আলাপন

বৃহস্পতিবার নাড্ডার সভায় হামলা নিয়ে মুখ খোলেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পাশে কৈলাশ বিজয়বর্গীকে নিয়ে বসেছিলেন। নাড্ডার সফরে দলের কর্মসূচিতে যথাযথ মর্যাদা না পাওয়া নিয়ে দলে অসম্মানিত বোধ করেছিলেন মুকুল। কৈলাশ সামলানোর দায়িত্ব নিয়ে মুকুলকে পাশে বসিয়ে তাই এদিন সাংবাদিক সম্মেলন করেন। আর মুকুলও এক একটি উত্তর দিয়ে কৈলাশের দিকে তাকিয়েছেন। কৈলাশকে খুশি করতে তাই বলেন, আমার রাজনৈতিক জীবনে এমন সরকার দেখিনি। আর শমীক ভট্টাচার্য বলেন, ডিজি-মুখ্যসচিব সব জানতেন। শিরোকালে পুলিশ নিষ্ক্রিয় ছিল। রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোর করে মামলা দেওয়া হয়েছে। আর মুকুল আরও এক ধাপ এগিয়ে বলেন, যে ভয়াবহ ঘটনা ঘটেছে তাতে প্রাণ সংশয় হতে পারত বিজেপি সভাপতির।
