Saturday, November 8, 2025

ভারতে হামলার চালাতে মালয়েশিয়া থেকে ফান্ডিং, RAW-এর অনুসন্ধানে জাকির যোগ

Date:

ভারতের মাটিতে বড়সড় জঙ্গি হামলার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে একাধিক জঙ্গি সংগঠন। তাদের পরিকল্পনা ব্যর্থ করতে সদা তৎপর ভারতীয় গোয়েন্দা বিভাগ। এহেন সময়েই ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র'(RAW)-এর হাতে উঠে এলো চমকপ্রদ তথ্য। সম্প্রতি মালয়েশিয়ার একটি সংগঠনের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা। যেখানে দেখা গিয়েছে ভারতে হামলা চালাতে মালয়েশিয়া(Malaysia) থেকে ২ লক্ষ ডলার পাঠানো হয়েছে। কুয়ালালামপুর(Kualalumpur) থেকে পাঠানো এই লেনদেনের সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা নেতা মহম্মদ নাসির এবং ভারতের হিট লিস্টে থাকা জঙ্গি সমর্থক জাকির নায়েকের (Zakir Naik)।

সূত্রের খবর মালয়েশিয়ার এই সন্দেহজনক সংগঠন মায়ানমারের একজন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে হামলা চালানোর জন্য। তথ্য বলছে, ওই মহিলাকে হামলাকারীদের নেতৃত্বে রাখা হয়েছে। সংবাদমাধ্যম ‘আজতক’ সূত্রে জানা গিয়েছে, এই সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই চেন্নাইয়ের এক হাওয়ালা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। যে ওই বিপুল পরিমাণ টাকার লেনদেন করেছিল। দাবি করা হচ্ছে, জঙ্গি হামলা চালাতে নেপাল ও বাংলাদেশ সীমান্ত ধরে ভারতে প্রবেশ করতে পারে জঙ্গিরা। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগকে সতর্ক করে দেওয়া হয়েছে। শনিবার রাতেই দিল্লি, উত্তর প্রদেশ, বিহার পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গকে এই সংক্রান্ত রিপোর্ট পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। যেখানে বলা হয়েছে জঙ্গিরা দিল্লি, অযোধ্যা, বুদ্ধগয়া, পশ্চিমবঙ্গ এবং শ্রীনগরের বড় শহরে হামলা চালাতে পারে।

আরও পড়ুন:বিজেপি বিরোধিতা নিয়ে আজ প্রতিযোগিতা বিমল-বিনয়ের, কিশোর সাহার কলম

স্বাভাবিকভাবেই এহেন তথ্য প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। প্রসঙ্গত, সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে দীর্ঘদিন ধরেই ভারতের নজরে রয়েছে বর্তমানে মালয়েশিয়া নিবাসী জাকির নায়েক। একাধিকবার তাকে ভারতে ফেরানোর চেষ্টা হলেও বারবার ব্যর্থ হয় সেই চেষ্টা। এখানে পরিস্থিতির মাঝেই এবার বিদেশের মাটিতে বসে ভারতে হামলার ষড়যন্ত্র শুরু করল জাকির নায়েক। এই তথ্যই এদিন প্রকাশ্যে এলো ‘র'(RAW)-এর রিপোর্টে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version