Thursday, August 21, 2025

“বিজেপিকে আক্রমণ করলে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মারবো”, ফের বেফাঁস সায়ন্তন

Date:

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে আসছে, বিজেপি বাংলায় উত্তর প্রদেশের হিংসার রাজনীতি আমদানি করছে। এবার শাসকদলের সেই অভিযোগেই যেন সিলমোহর দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ফের বেফাঁস উস্কানিমূলক মন্তব্য করলেন বিজেপি নেতা। কার্যত প্রকাশ্যে খুনের ”হুমকি” দিলেন বিজেপি নেতা। বাংলায় উত্তরপ্রদেশ মডেল চালু করবেন।

একইসঙ্গে জেল থেকে বের হওয়ার পর গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে মারা হবে! এমনটাই হুমকি দিলেন সায়ন্তন।

আজ, সোমবার পতিরামে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভামঞ্চ থেকে রাজ্য সায়ন্তন বসুর স্পষ্ট হুঁশিয়ারি, “বিজেপি কর্মীদের উপর যাঁরা আক্রমণ করছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না। প্রাথমিকভাবে পুলিশ ধরবে, তারপর জেল হবে। আর জেল থেকে বেরনোর পর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবেন তাঁরা।”

এদিন তৃণমূলের দুই হেভিওয়েট নেতার নাম করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সরাসরি হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, আজকের এই সভা থেকে সায়ন্তন বসু দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকদের তিন মাসের মধ্যে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন:জল্পনা জিইয়ে রেখে আজও বিধানসভায় এলেন না শুভেন্দু

সায়ন্তনের এমন বিতর্কিত মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ তীব্র সমালোচনা করেন। তাঁর কথায় এমন উস্কানিমূলক মন্তব্য, একজন রাজনীতিবিদের থেকে আশা করা যায় না। বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকেও সায়ন্তনের এহেন মন্তব্যকে তীব্র ধিক্কার জানানো হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version