Tuesday, August 26, 2025

দক্ষিণেশ্বরে লাঠি-গুলি, পানিহাটিতে দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষ

Date:

একদিকে দক্ষিণেশ্বরে সংঘর্ষ, গুলি চলার অভিযোগ। অন্যদিকে পানিহাটিতে দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষ। সব মিলিয়ে মঙ্গলবার সকালেই উত্তপ্ত শহরতলি।

জানা গিয়েছে দলের নেতা সুরজিৎ ঘোষের জন্মদিনে সোমবার রাতে উপস্থিত ছিলেন মদন মিত্র (Madan Mitra)। তিনি রাতে চলে যাওয়ার পরেই এই সঙ্ঘর্ষ বাধে। বাঁশ লাঠি নিয়ে হামলা করে একে অপরকে। অভিযোগ গুলিও চলে। আহত হওয়ার খবরও রয়েছে। সুরজিতের অনুগামীদের সঙ্গে মৌসম নূরের অনুগামীদের বিরোধ বাধে। দুজনেই তৃণমূলের নেতা, মদন মিত্র ঘনিষ্ঠ বলে খবর। অভিযোগ এলাকায় প্রতিপত্তি রাখা নিয়ে সঙ্ঘর্ষ শুরু হয়। শেষে গুলি চলে বলেও দাবি করা হয়। ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তৃণমূল সাফ জানিয়েছে, অপপ্রচার। মোটেই দলীয় সঙ্ঘর্ষ নয়।

অন্যদিকে পানিহাটিতে দেওয়াল লেখা নিয়ে তৃণমূল-বিজেপি বিরোধ। তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়াল রঙ করে বিজেপি দখল করছিল। রাজু দাস নামে এলাকার নেতা দেওয়াল টিএমসির নামে করতে বলে দাবি করা হয়েছে। বিজেপি নেতা অসীম দাসকে বলা হয় ২৪ ঘন্টার মধ্যে দেওয়াল মুছতে বলা হয়। অসীম দাস ঘোলা থানায় অভিযোগ করে বলেন, জোর করে ভয় দেখিয়ে দেওয়াল লেখায় বাধা দেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূলের দাবি, আমাদের দখলে থাকা দেওয়াল বিজেপি নিজেদের বললে তো মেনে নেওয়া যাবে না। ফলে প্রতিরোধ হবে।

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বিধানসভা অধিবেশনের দাবিতে কং-বাম বিধায়করা ধর্নায় বসবেন নবান্নে

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version