Sunday, November 9, 2025

শাহ বা নাড্ডা নন, শুভেন্দু’র হাতে গেরুয়া পতাকা দেবেন দিলীপ বা মুকুল, নয়া জল্পনা

Date:

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে, কে তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেবেন, তা নিয়ে ‘টেকনিক্যাল’ সমস্যা দেখা দিয়েছে৷

দিল্লি-বিজেপি সূত্রের খবর, শুভেন্দু যেহেতু জাতীয় নেতা নন, তাই অমিত শাহ, জেপি নাড্ডাস্তরের কোনও নেতা তাঁর হাতে দলের পতাকা তুলে দিতে পারবেন না৷ তবে ইচ্ছা করলে যোগদান অনুষ্ঠানে অবশ্যই থাকতে পারবেন৷

এই সমস্যা দেখা দেওয়ার পরই মোটামুটিভাবে স্থির হয়েছে, সম্ভবত বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অথবা দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বা দলের অন্য কোনও জাতীয় নেতার হাত থেকে শুভেন্দু অধিকারীকে পদ্ম- পতাকা নিতে হবে৷ দিল্লির ওই সূত্র জানাচ্ছে, এই কারনেই শোভন চট্টোপাধ্যায়ের হাতেও শাহ বা নাড্ডা পতাকা তুলে দিতে পারেননি৷

বিজেপি হোমওয়ার্ক সেরে রাখলেও শুভেন্দু ঠিক কবে বিজেপিতে যোগদান করবেন তা এখনও স্বচ্ছ হয়নি৷ ঘনিষ্ঠমহলে শুভেন্দু না’কি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়াটা কখনই গোপন কোনও বিষয় হতে পারেনা৷ তবে ‘কথা’ কিছুটা বাকি আছে৷ সেটা মিটে গেলে তিনি নিজেই তারিখ জানাবেন।
তবে, মঙ্গলবারই বিজেপির একটি সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনিবার
বিজেপিতে যোগদান করা যায় কি’না, তা না’কি খতিয়ে দেখছেন শুভেন্দু। গেরুয়া পতাকা তাঁর হাতে যেই তুলে দিন, অমিত শাহের উপস্থিতিতেই মেদিনীপুরে তিনি বিজেপিতে যোগদান করবেন। পাশাপাশি
বিজেপির অন্য এক সূত্র বলছে, আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাবেন শুভেন্দু। ১৮ ডিসেম্বর দিল্লিতেই তিনি বিজেপিতে যোগদান করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যে আসবেন। তবে শুভেন্দু অধিকারী নিজে এখনও কিছুই জানাননি৷
ওদিকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী নাকি বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছেন প্রথমে তিনি একাই বিজেপিতে যোগ দেবেন৷ তারপর, অন্য কোনওদিন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক গেরুয়া পতাকা হাতে নেবেন৷

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version