অপরের ঘরে আগুন লাগালে নিজের ঘরও পোড়ে: কাকে কটাক্ষ আবদুল মান্নানের?

অপরের ঘরে আগুন লাগালে নিজের ঘরও পোড়ে- বুধবার শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) বিধায়ক(MLA) পদ থেকে ইস্তফা (Resignation) দেওয়ার পরে এই মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান (Abdul Mannan)। শেওড়াফুলিতে (Shyorafuli) কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেন, একসময় তৃণমূল নেত্রী(TMC) বিজেপির (BJP) সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের(Congress) ঘর ভেঙেছিলেন। এখন তাঁর নিজের ঘর ভাঙছে।

আবদুল মান্নান বলেন, এখন দলের নেতা-মন্ত্রীরা বিজেপিতে যাচ্ছে দেখে তাঁর কষ্ট হচ্ছে। কিন্তু কংগ্রেস ভেঙে বিজেপির সঙ্গে জোট করে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল দলটা এখন শেষের পথে বলে মন্তব্য করেন মান্নান।

পাশাপাশি, শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস বিধায়ক দলনেতা আবদুল মান্নান বলেন, “শুভেন্দুর যাত্রা শুভ হোক”।

আরও পড়ুন- আমি বারুইপুরে কর্মসূচিতে ব্যস্ত, শুভেন্দুর ইস্তফা সংবাদ মাধ্যমে শুনেছি: অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়